Daspur Dengue: দাসপুরেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বৈঠকে বসল উদ্বিগ্ন প্রশাসন

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 15, 2022 | 3:09 PM

Daspur: যদিও, নিকাশি ব্যবস্থা নিয়ে চরম ক্ষোভ দেখা গিয়েছে দাসপুর নুনিয়াগোদা এলাকার বাসিন্দাদের। কারণ বিভিন্ন জায়গায় জল জমে আছে, নিকাশি ব্যবস্থার বেহাল একাধিকবার ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি দাবি এলাকাবাসীর।

Daspur Dengue: দাসপুরেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বৈঠকে বসল উদ্বিগ্ন প্রশাসন
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ।

Follow Us

দাসপুর: লাগাতার বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গোটা রাজ্যেই অল্প-বিস্তর বৃদ্ধি পাচ্ছে। বাদ যায়নি পশ্চিম মেদিনীপুরও। পরিস্থিতি খতিয়ে দেখতে এবার দাসপুরে শনিবার দুপুরে বৈঠক করলেন স্বাস্থ্য বিভাগ, ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ও অন্যান্য কর্মীদের সঙ্গে।

যদিও, নিকাশি ব্যবস্থা নিয়ে চরম ক্ষোভ দেখা গিয়েছে দাসপুর নুনিয়াগোদা এলাকার বাসিন্দাদের। কারণ বিভিন্ন জায়গায় জল জমে আছে, নিকাশি ব্যবস্থার বেহাল একাধিকবার ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি দাবি এলাকাবাসীর। সেই কারণেই তাঁদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। সংবাদমাধ্যমের সামনে রীতিমত প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।

জানা গিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০। তার মধ্যে দাসপুর এলাকাতেই প্রায় ১০০ জন আক্রান্ত । কেনও জেলার নির্দিষ্ট একটি এলাকাতেই সংক্রমণের সংখ্যা এত বেশি তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসনিক কর্তারা। ডেঙ্গি মোকাবিলায় তাই আজ দীর্ঘ প্রশাসনিক বৈঠক চলল দাসপুর বিডিও অফিসে। তৈরি করা হল নানা রূপরেখা।

যদিও এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য কর্মদক্ষ শ্যামপদ পাত্র দাসপুরের নিকাশি ব্যবস্থা বেহাল নিয়ে ১০০ দিনের কাজ কে কাঠগোড়ায় তুলেছেন। তিনি বলেন, ১০০ দিনের কাজ না হওয়ার জন্যই গ্রাম পঞ্চায়েত এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল।

এক এলাকাবাসী বলেন, ‘অনেক মশা। একটা আপদ-বিপদ হয়ে গেলেও কেউ এসে দেখেনি। দীর্ঘদিন ধরে অসুবিধায় পড়তে হয়েছে আমাদের। কেউ আসেনি। অপরদিকে, জেলা স্বাস্থ্য কর্মাধক্ষ বলেন, ‘কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না নানা অজুহাতে। একশো দিনের কাজ আমরা করতে পারছি না। বন্ধ ছিল।’

 

Next Article