মোবাইলে ভরা নাবালিকার সব গোপন মুহূর্তের ছবি, সেটা হাতিয়ার করেই দিনের পর দিন চলছিল সেই কারবার

Ashim Bera | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 21, 2024 | 8:57 AM

Minor Girl: দিনের পর দিন রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। একাধিকবার নাবালিকার কাছ থেকে চাওয়া হয় টাকা।

মোবাইলে ভরা নাবালিকার সব গোপন মুহূর্তের ছবি, সেটা হাতিয়ার করেই দিনের পর দিন চলছিল সেই কারবার
Image Credit source: Meta AI

Follow Us

ঘাটাল: ভালোবাসার জালে জড়িয়ে ফেলেছিলেন নাবালিকাকে। তারপর একে একে মোবাইল বন্দি হয় তার গোপন সব মুহূর্তের ছবি। দিনের পর দিন যুবককে ওই কাজে বাধাও দেয়নি নাবালিকা। সম্পর্কের জন্যই সন্দেহও হয়নি কখনও। কিন্তু শেষ পর্যন্ত সে বুঝতে পারেনি যে এমন বিপদের মুখে পড়তে হবে। ফিরে যাওয়ার পথও থাকবে না, এ কথা ভাবেনি সে।

কিছুদিন পর থেকেই সব বদলে যেতে শুরু করে। পাল্টে যান যুবক। ছবিগুলো কুক্ষিগত করে নাবালিকার কাছে টাকা চাইতে থাকেন বলে অভিযোগ। একবার নয়, বারবার টাকা চাওয়া হয়। আর সম্মান বাঁচাতে সেই টাকা দিয়েও দেয় নাবালিকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকার ঘটনা।

দিনের পর দিন রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। একাধিকবার নাবালিকার কাছ থেকে চাওয়া হয় টাকা। অবশেষে হাতেনাতে ধরা পড়লেন অভিযুক্ত যুবক। স্থানীয় মানুষজন অভিযুক্ত যুবককে নাবালিকার পায়ে ধরিয়ে ক্ষমা চাইয়ে পুলিশের হাতে তুলে দিল।

চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ইকবালপুরের বাসিন্দা সৌমেন ঘোষ নামে ওই যুবক ক্ষীরপাই এর এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন। তারপর ছবি তুলে শুরু হয় ব্ল্যাকমেল। বৃহস্পতিবার সন্ধ্যাতেও নাবালিকার কাছে টাকা নিতে যান যুবক। ওই যুবককে তখন নাবালিকার পরিজন ও স্থানীয় মানুষ হাতেনাতে ধরে ফেলে।

যুবকের বিরুদ্ধে চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকা ও তার পরিজনেরা। অভিযোগ পেয়েই যুবককে আটক করে চন্দ্রকোনা থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Next Article