Chandrokona Chaos: লাঠি হাতে নিয়েই বেধড়ক মার, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত চন্দ্রকোনা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 14, 2022 | 9:55 AM

Chandrakona: গোটা ঘটনায় আহত উভয় পক্ষের ১০ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন।

Chandrokona Chaos: লাঠি হাতে নিয়েই বেধড়ক মার, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত চন্দ্রকোনা
চন্দ্রকোনায় গোষ্ঠী কোন্দল (নিজস্ব চিত্র)

Follow Us

চন্দ্রকোনা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে ফের সবুজ শিবিরে ফের চড়ল পারদ। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। গোটা ঘটনায় আহত উভয় পক্ষের ১০ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কৃষ্ণপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, অঞ্চল সভাপতি আরমান আলি খাঁ তিনি (পঞ্চায়েত সমিতির সভাপতি হীরাল ঘোষ অনুগামী), অপরদিকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার আশরাফুল মল্লিক (বিধায়ক অরূপ ধাড়া গোষ্ঠীর অনুগামী) এই দুই গোষ্ঠীর মধ্যেই মঙ্গলবার রাতে এলাকার ক্ষমতা কার হাতে থাকবে এই নিয়ে শুরু হয় বিবাদ। ঘটনায় তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। ঘটনাস্থলে রাতেই খবর পেয়ে চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

যদিও এই বিষয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আরমান আলি খাঁ এর দাবি, আশরাফুলের নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তাদের কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তিনি বলেন, “আমরা মিটিং করছিলাম। অতর্কিত ভাবে এসে আমাদের উপর হামলা করা হয়। ওদের হাতে রড, লাঠি ছিল। এই সবের জন্য আমাদের মাথা ফেটেছে। হাত কেটে গিয়েছে।” যদিও অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার আশরাফুল মল্লিকের অভিযোগ, তারা দলীয় কার্যালয়ে বসে মিটিং করছিল তখন তাদের উপর চড়াও হয় এলাকার কিছু কর্মী। তাদের ব্যাপক মারধর করা হয়। লাঠি নিয়ে অতর্কিত হামলা করা হয় বলে অভিযোগ।

Next Article