TMC Group Clash: তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলেরই প্রধানের বিরুদ্ধে

Debabrata Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 14, 2023 | 3:22 PM

Paschim medinipur: প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকাকে কেন্দ্র করেই বুথ সভাপতিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের। অভিযোগ অস্বীকার করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি অভিযুক্ত প্রধানের।

TMC Group Clash: তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলেরই প্রধানের বিরুদ্ধে
তৃণমূলের গোষ্ঠী কোন্দল (নিজস্ব চিত্র)

Follow Us

মোহনপুর: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তেজনা। তৃণমূলের এক বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের‌ই এক গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই বুথ সভাপতিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকাকে কেন্দ্র করেই বুথ সভাপতিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের। অভিযোগ অস্বীকার করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি অভিযুক্ত প্রধানের।

পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের তিন নম্বর শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ মোহনপুর ব্লকের তিন নম্বর শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের প্রধান ভগবান মাইতির বিরুদ্ধে ওই এলাকারই তৃণমূলের বুথ সভাপতি নবীন মৈশালকে গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরেই মারধর করার অভিযোগ ওঠে। আহত অবস্থায় বুথ সভাপতিকে ভর্তি করা হয় মোহনপুরের বাগদা গ্রামীণ হাসপাতালে। ওই পঞ্চায়েতে এক সদস্য খলিল মল্লিকের অভিযোগ, সোমবার বিকেলে গ্রাম পঞ্চায়েত অফিসে স্থানীয় কয়েকজনের ভাতা’র বিষয় প্রধানের সঙ্গে কথা বলতে গেলে প্রধান ভগবান মাইতি ওই বুথ সভাপতির উপর চড়াও হয়ে তাঁকে মারধর করে।

এই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির সাংসদ দিলীপ ঘোষ বলেন, “দুষ্কৃতকারী পঞ্চায়েতে দাপিয়ে বেড়াচ্ছে। যে ধরনের লুটপাট হয়েছে সরকারি অভিযোগ দায়ের হয়েছে। ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট চলছে। ভোট যত এগিয়ে আসছে টিকিট পাওয়া নিয়ে গন্ডগোল বাড়বে।” অপরদিকে, বিজেপির কটাক্ষকে উড়িয়ে দিয়েছেন মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন প্রধান। তিনি বলেন, “বৃহত্তর সংসারে নানা ধরনের সমস্যা থাকতে পারে তবে তা সাময়িক শীঘ্রই তা মিটে যাবে। বিজেপির এ বিষয় নিয়ে উল্লাসিত হওয়ার কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রী সফরের আগে এই ধরনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মোহনপুর জুড়ে।
তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা দাবি করেছেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বা ভিত্তিহীন তবে পুরো বিষয়টি কী হয়েছে তা তিনি খতিয়ে দেখবেন।

Next Article