চন্দ্রকোনা: টিভি ৯ বাংলার খবরের জের। খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসল প্রশাসন। আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ফেরত দিলেন তৃণমূল নেতা। ঘটনাকে ঘিরে এখন জোর চর্চা পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে। গত ১২ তারিখ প্রথম খবরটি প্রকাশ্যে আসে। অভিযোগ, বড় পাকা বাড়ি থাকার পরেও চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের খুড়শি গ্রামের তৃণমূল নেতা তপন মণ্ডল বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন। বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও পেয়ে গিয়েছিলেন। সেই খবর জানাজানি হতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়ে যায়।
কড়া আক্রমণ ধেয়ে আসতে থাকে বিরোধী শিবিরের তরফে। বিতর্কের মুখে পড়ে ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোটা বিষয় খোঁজ-খবর নেওয়ার কথা বলেছিলেন। প্রয়োজনে বিডিও-কে জানানোর কথাও শোনা যায় তার মুখে। এ নিয়ে চর্চা চলছিলই। শেষ পর্যন্ত নড়েসড়ে বসে প্রশাসন। তৎপর হন দু’নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক।
শেষ পর্যন্ত বিডিও-র নির্দেশেই সোমবার ৬০ হাজার টাকা বিডিও অফিসে এসে ফেরত দিয়ে যান তৃণমূল নেতা তপন মণ্ডল। যদিও ক্ষোভ যে তাঁর নেই এমনটা নয়। তাঁর দাবি, তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। সে কারণেই তাঁর সঙ্গে এমনটা হল। ঘটনা প্রসঙ্গে বিডিও উৎপল পাইক বলেন, সার্ভের সময় উপভোক্তা ভুল বাড়ি দেখিয়েছিল। তাতেই সমস্যা হয়েছিল। কিন্তু, ইচ্ছাকৃতভাবে ভবিষ্যতে যদিও কেউ একই ধরনের ঘটনা ঘটান তাহলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।