চন্দ্রকোনা: পঞ্চায়েত ভোটের আগে ঘর শক্ত করতে মরিয়া সকল রাজনৈতিক দল। মিটিং মিছিল করে জন সংযোগে ব্যস্ত সকলে। এমন আবহে চন্দ্রকোনা (Chandrakona) থেকে উঠে এল বিক্ষোভের ছবি। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল হয়নি কোনও উন্নয়নমূলক কাজ। আর কাজের সেই টাকা চলে গিয়েছে নেতাদের পকেটে অভিযোগ এলাকাবাসীর। তাই গ্রামের উন্নয়ন না হলে ভোট বয়কটের ডাক দিলেন মানুষজন।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের মামুদপুর ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, উন্নয়নের জন্য গ্রামে সরকারি প্রকল্পের বোর্ড লাগানো হলেও হয়নি কাজ। টাকা ঢুকেছে নেতাদের পকেটে। তাই আগে উন্নয়ন তারপর ভোট। এরপরই গোটা গ্রামে পোস্টার দিয়ে ভোট বয়কটের ডাক গ্রামের মানুষজনের।
এ দিকে, নতুন বছর শুরুতেই গ্রামে পড়ল এমনই একাধিক পোস্টার। আর সেই পোস্টারের কোনওটায় লেখা, ‘মল্লিক পাড়ার রাস্তা হয়নি কেন টিএমসি জবাব দাও’ কোথাও আবার লেখা, ‘রাস্তার টাকা গেল কোথায় টিএমসি জবাব দাও’ ‘আবাস যোজনায় উপযুক্তরা বাড়ি পেল না কেন টিএমসি জবাব দাও’
প্রসঙ্গত, এই গ্রামের মল্লিক পাড়ায় প্রায় ৭০ টি পরিবারের বাস। প্রতিনিয়ত অবহেলা শিকার তাঁরা। সেই কারণে প্রশাসনের কাছে একাধিকবার দ্বারস্থও হয়েছেন এমনটাই দাবি গ্রামবাসীদের। তাই এবার আগে উন্নয়ন, তারপরে ভোট। এমনই ডাক দিল গ্রামের মানুষজন।
এলাকার মানুষের এই ধরনের পোস্টারকে সমর্থন করেছে সিপিএম ও বিজেপি। তারা গ্রামের মানুষের এই ধরনের আন্দোলনকে সমর্থন করেছে। এ বিষয়ে জাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, দিলীপ চক্রবর্তী অবশ্য বলেন, “এই সরকারের আমলে সমস্ত জায়গায় উন্নয়ন হয়েছে। সবটাই বিরোধীদের চক্রান্ত।”
অপরদিকে, চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই বলেন, “গ্রামের পানীয় জলের একটু সমস্যা হয়েছিল। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করেছি। ওই গ্রামের মানুষদের মত বিরোধের কারণে উন্নয়ন হয়নি।”