পশ্চিম মেদিনীপুর: গণনার পরও অগ্নিগর্ভ পরিস্থিতি সবংয়ে! এক বিজেপির মহিলা জয়ী প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
গণনার পর ফের মারধরের অভিযোগ সবংয়ে। অভিযোগ, জয়ী হয়ে যাওয়ার পরও বিজেপির এক প্রার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়নি। তিনি প্রতিবাদ করায়, তাঁকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের মকরানিচক এলাকায়। ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় ওই প্রার্থীকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গেরুয়া শিবিরের অভিযোগ,বুধবার রাতে মকরানিচক বুথ এলাকার বিজেপির জয়ী পঞ্চায়েত প্রার্থী ফাল্গুনী বিজলী বেরাকে প্রথমে উক্ত এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে হুমকি দিয়ে যায়। অভিযোগ, সেই রাতেই স্বামীর অনুপস্থিতিতে ওই বিজেপি প্রার্থীর বাড়িতে গিয়ে সার্টিফিকেট চায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তা না দেওয়ায় বিজেপির ওই মহিলা পঞ্চায়েত প্রার্থীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বাড়িতে লুঠপাট চালানো হয়।
এমনকি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে গুরুতর আহত অবস্থায় সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে উক্ত এলাকা। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সবং থানার বিশাল বাহিনী। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে তৃণমূলের তরফে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে,এ ব্যাপারে উক্ত অঞ্চলের তৃণমূল নেতা তথা সবং ব্লক সহ-সভাপতি গণেশ প্রামাণিক বলেন,এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বিজেপির কর্মীরাই আমাদের তৃণমূল কর্মীদের মারধর করছে। আজকেও কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করেছে। এটি সম্পূর্ণ মিথ্যে কথা সাজানো ঘটনা।