মেদিনীপুর: বাড়ির উঠোনেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হল আট বছরের নাবালক। বাড়ির খামারে খেলার সময় শিয়ালের হামলায় রক্তাক্ত হয় সে। সোমবার বিকেলে মেদিনীপুরের (Paschim Medinipur) চন্দ্রকোণার মহিষামুড়ি গ্রামের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাড়ির উঠোনে, খামার ঘরে খেলা করছিল একদল যুবক। হঠাৎই সেখানে এসে উপস্থিত হয় একটি শিয়াল। তাকে দেখে বাকিরা পালিয়ে গেলেও ঘাবড়ে গিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে রোহিত নামে ওই নাবালক। সে সময়ই রোহিতের উপর ঝাঁপিয়ে পড়ে শিয়ালটি। রোহিত ও তার বন্ধুদের চিৎকার শুনে ছুটে আসে পরিবারের লোকজন। ছুটে আসে প্রতিবেশীরাও। সকলে মিলে শিয়ালটি তাড়ানোর পাশাপাশি ক্ষতবিক্ষত রোহিতকে নিয়ে হাসপাতালে ছোটে। চরম যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে ওই নাবালক। কোনওমতে তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।
রোহিতের বাবা বলেন, “ঘরের সামনেই আমাদের খামার। সেখানে ছেলে বন্ধুদের নিয়ে খেলা করছিল। আমাদের বাড়ির সামনে জঙ্গল আছে। সেখান থেকেই শিয়ালটা আসে। আমার ছেলের বন্ধুরা বয়সে একটু বড় হওয়ায় ছুটে পালিয়ে আসে। কিন্তু ও পালাতে পারেনি। এরপরই এসে ওকে কামড়ে দেয় শিয়াল।”
বাড়ির লোকেরা প্রথমে রোহিতকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে রোহিতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, সোমবার রাতেই তাকে স্থানান্তরিত করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। শিয়ালের কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে রোহিতের মুখ। নাকে, ঠোঁটের উপরে, বাঁ ভ্রুয়ের উপরে খাবলে উঠে এসেছে মাংস। ছোট্ট মুখটি একেবারে রক্তাক্ত। ঝুলে পড়েছে ঠোঁট। বাবাকে ধরে সমানে কেঁদে চলেছে ছেলে। আর ছেলের এমন অবস্থা দেখে কান্না সামাল দিতে পারছেন না বাবাও।