Pathashree Scheme: নিম্নমানের সামগ্রী দিয়ে ‘পথশ্রী’র কাজের অভিযোগ, রুখে দাঁড়ালেন এলাকার লোকজন

Ashim Bera | Edited By: সায়নী জোয়ারদার

May 23, 2023 | 8:32 AM

Medinipur: এলাকার লোকজনের অভিযোগ, খুবই নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ রাস্তা, অথচ খুব একটা চওড়াও নয়।

Pathashree Scheme: নিম্নমানের সামগ্রী দিয়ে পথশ্রীর কাজের অভিযোগ, রুখে দাঁড়ালেন এলাকার লোকজন
বিরক্ত এলাকার লোকজন।

Follow Us

চন্দ্রকোনা: নিম্নমানের সামগ্রী পথশ্রী প্রকল্পের (Pathashree Prakalpa) রাস্তার কাজ হচ্ছে বলে অভিযোগ। সরকারি প্রকল্পে চরম গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। ঠিকাদার সংস্থাকে কাজ বন্ধ রাখারও কথা জানিয়েছেন তাঁরা। মেদিনীপুরের চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। পথশ্রী প্রকল্পে এই এলাকায় দু’টি রাস্তার কাজ হচ্ছে। কোটি টাকা ব্যয় করা হলেও দুটি রাস্তার কাজেই গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তুলছেন গ্রামবাসী। এই ঘটনায় ব্লক প্রশাসনের হস্তক্ষেপেরও দাবি তুলেছেন তাঁরা। কৃষ্ণপুরে পথশ্রী প্রকল্পে গুরুত্বপূর্ণ দু’টি রাস্তার কাজ শুরু হয়েছে। একটি রাস্তা ১.৭১০ কিমি দৈর্ঘ্যের। যার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৬৫,০৫,৬৬৮,০০ টাকা। আরেকটি রাস্তা সাউবেরিয়া থেকে স্থানীয় হাবিবুল্লা শেখের বাড়ি পর্যন্ত। যার দৈর্ঘ্য ১ কিমি। যার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৩৯,৪২,৪২৭,০০ টাকা। বরাত পাওয়ার পর ইতিমধ্যেই ঠিকাদার সংস্থা রাস্তা তৈরির কাজ শুরু করে দিয়েছে।

এদিকে কাজ শুরু হতেই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। গ্রামবাসীর দাবি, কাজের ক্ষেত্রে সরকারি যে নির্দেশিকা রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কোনও মালপত্র দেওয়া হচ্ছে না।কাদামাটি ও অল্প বালি দিয়ে নিম্নমানের মালপত্র দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে বলেও এলাকার লোকজন অভিযোগ তুলেছেন। এভাবে রাস্তা হলে, কয়েকদিনের মধ্যেই তা নষ্টও হয়ে যাবে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

সাবির আলি খান নামে এক বাসিন্দার কথায়, “মজবুত করতে হবে, চওড়া করতে হবে রাস্তা। না হলে তো গাড়ি ঢুকবেই না। হাইরোডের মতো গাড়ির ভিড় থাকে এই রাস্তায়। খারাপ জিনিস দিয়ে কাজ হচ্ছে। মাটি দিচ্ছে আর কীসব ঢালছে। এ রাস্তা টেকে নাকি।”

যদিও এ বিষয়ে ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল সরকার বলেন, “গ্রামের মানুষজন আমাদের বিষয়টি জানিয়েছেন। যেহেতু রাস্তাটি পথশ্রী প্রকল্পের, তাই পুরো বিষয়টি আমরা বিডিওকে জানিয়েছি।” চন্দ্রকোনা-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, “সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে লিখিত আবেদন জানান। ইঞ্জিনিয়াররা গিয়ে দেখে আসবেন।”

Next Article