Nepal Border: নেপাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পিছনে কারা? পাসপোর্ট জালিয়াতি তদন্তে নয়া মোড়

Prasenjit Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Oct 17, 2023 | 9:27 AM

Siliguri: গোয়েন্দাদের সন্দেহ, বাংলাদেশ সীমান্ত কাটাতারে ঘেরা। পাকিস্থান সীমান্তে অনুপ্রবেশ কার্যত অসম্ভব। সেক্ষেত্রে নেপাল সীমান্তকে কাজে লাগানোর অভিযোগ উঠছে। নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের খোঁজও শুরু হয়েছে। এমনও সন্দেহ করা হচ্ছে, অনুপ্রবেশকারীদের ঢোকানোর পিছনে ISI বা জেএমবিদের হাত নেই তো?

Nepal Border: নেপাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পিছনে কারা? পাসপোর্ট জালিয়াতি তদন্তে নয়া মোড়
ভারত-নেপাল সীমান্ত।
Image Credit source: ANI

Follow Us

শিলিগুড়ি: ভুয়ো নথি দিয়ে তৈরি করা পাসপোর্ট নিয়ে নেপাল সীমান্ত দিয়ে কারা ঢুকছে ভারতে, খুঁজতে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। পাসপোর্ট অন্যতম শীর্ষ পরিচয়পত্র। অভিযোগ, ভুয়ো নথি ব্যবহার করে সেই পাসপোর্ট তৈরি করেই বড়সড় জালিয়াতি হয়েছে। সেই ভুয়ো পাসপোর্ট কয়েক হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিপুল টাকার লোভে এই কারবারে জড়িয়ে পড়েছেন শীর্ষ পাসপোর্ট আধিকারিকদের কেউ কেউ বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। এখন নিরাপত্তা সংস্থাগুলি জানতে চাইছে, কারা এই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে দেশে ঢুকছে।

গোয়েন্দাদের সন্দেহ, বাংলাদেশ সীমান্ত কাটাতারে ঘেরা। পাকিস্থান সীমান্তে অনুপ্রবেশ কার্যত অসম্ভব। সেক্ষেত্রে নেপাল সীমান্তকে কাজে লাগানোর অভিযোগ উঠছে। নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের খোঁজও শুরু হয়েছে। খোঁজ চালাচ্ছে কেন্দ্রের বিভিন্ন নিরাপত্তা সংস্থা। এমনও সন্দেহ করা হচ্ছে, অনুপ্রবেশকারীদের ঢোকানোর পিছনে ISI বা জেএমবিদের হাত নেই তো?

সম্প্রতি সিবিআই পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে নেমেছে। সিকিম ও বাংলার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে তাঁরা। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আর সেই তদন্ত থেকেই উঠে এসেছে পাসপোর্ট কেন্দ্রের একাধিক আধিকারিকের যোগ-সূত্র। নেপাল সীমান্তে পাহারার দায়িত্বে এসএসবি কার্যত স্তম্ভিত এমন ঘটনা সামনে আসার পর। তদন্তে কোনওরকম ফাঁকফোকর রাখতে নারাজ নিরাপত্তা সংস্থাগুলিও।

★ অতীতের বিভিন্ন রেকর্ড অনুযায়ী, এই সীমান্ত এলাকায় গ্রেফতার হয়েছেন একাধিক চিনা নাগরিক।

★ নেপালকে ব্যবহার করে ভারতে ঢোকার আগে ২০১৮ সালে গ্রেফতার হন আইএম-এর সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকল।

★ আইএম ছাড়াও হিজবুল মুজাহিদিন-সহ একাধিক জঙ্গি সংগঠনের নজরে রয়েছে এই সীমান্ত।

★ ভারতের উত্তর-পূর্বে চিনের আগ্রাসী মনোভাবেও বিপদের আশঙ্কা রয়েছে।

সেক্ষেত্রে এই জাল পাসপোর্ট ব্যবহার করে ইতিমধ্যেই কেউ ফের ঢুকে পড়েছে কি না সে তথ্যতালাশ শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

Next Article