AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pujoy Pulse: মুখে নিতেই যাচ্ছে গলে, পালস গোল-কা-মোল ক্যান্টর দেখেই ঝাঁপিয়ে পড়ছেন সকলে

প্রতি বছরের মতো এবারও হাজির পুজোয় পালস (২০২৫)। গত দু’বছরের সুন্দর কিছু মুহূর্ত আর অভিজ্ঞতাকে সঙ্গী করে তৃতীয় পর্বে আবার পালস ক্যান্ডি ফিরে এল একেবারে নতুন চেহারায়। আর এবারের ক্যান্ডির নতুন নাম ‘পালস গোল কা মোল’। আজ পালস ক্যান্টর পৌঁছ গেল জলপাইগুড়িতে।

| Updated on: Sep 25, 2025 | 3:20 PM
Share
ঢাকের বাদ্যি বেজে গিয়েছে। চারিদিকে পুজো পুজো গন্ধ। এই সময়ে উৎসবের আমেজে মেতে সবাই। আর পুজোর আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে পালস ক্যান্ডি। প্রতিটি জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো।

ঢাকের বাদ্যি বেজে গিয়েছে। চারিদিকে পুজো পুজো গন্ধ। এই সময়ে উৎসবের আমেজে মেতে সবাই। আর পুজোর আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে পালস ক্যান্ডি। প্রতিটি জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো।

1 / 8
পালসের নতুন ক্যান্ডি গোলমোলের স্বাদ যেমন নিচ্ছেন সকলে, তেমনই মেতে উঠছেন মজাদার খেলায়। পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গিয়েছিল পুরুলিয়ায়। সেখানে পালস গোলমোল খেয়ে কী বললেন সাধারণ মানুষ?

পালসের নতুন ক্যান্ডি গোলমোলের স্বাদ যেমন নিচ্ছেন সকলে, তেমনই মেতে উঠছেন মজাদার খেলায়। পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গিয়েছিল পুরুলিয়ায়। সেখানে পালস গোলমোল খেয়ে কী বললেন সাধারণ মানুষ?

2 / 8
পুজোয় পালসের ট্যাবলো থেকে নতুন স্বাদের গোলমোল ক্যান্ডি খেয়ে দারুণ মজা পেয়েছেন সকলে। একজন বললেন, “বেশ দারুণ খেতে। টক-মিষ্টি অনেক গুলো স্বাদ পেলাম।” পালস গোলমোলের প্রশংসা করে এক যুবতী বললেন, “ইউনিক টেস্ট।”

পুজোয় পালসের ট্যাবলো থেকে নতুন স্বাদের গোলমোল ক্যান্ডি খেয়ে দারুণ মজা পেয়েছেন সকলে। একজন বললেন, “বেশ দারুণ খেতে। টক-মিষ্টি অনেক গুলো স্বাদ পেলাম।” পালস গোলমোলের প্রশংসা করে এক যুবতী বললেন, “ইউনিক টেস্ট।”

3 / 8
আরেক ব্যক্তি বলেন, দারুণ টেস্ট। বাচ্চা-বুড়ো সকলের ভাল লাগবে। একবার খেলে ১০ বার খেতে হবে।

আরেক ব্যক্তি বলেন, দারুণ টেস্ট। বাচ্চা-বুড়ো সকলের ভাল লাগবে। একবার খেলে ১০ বার খেতে হবে।

4 / 8
এক ব্যক্তি বলেন, “এর আগে পালসের ফ্লেভার খুব ভাল ছিল। আর দেখছি পুজোর আগে গোলমোল এসেছে। চকোলেট তো সবাই ভালবাসে। আমিও তাই কিছু কিনেছি আর লটারি জিতেছি। নিজেও টেস্ট করে দেখলাম বেশ ভাল লাগল।”

এক ব্যক্তি বলেন, “এর আগে পালসের ফ্লেভার খুব ভাল ছিল। আর দেখছি পুজোর আগে গোলমোল এসেছে। চকোলেট তো সবাই ভালবাসে। আমিও তাই কিছু কিনেছি আর লটারি জিতেছি। নিজেও টেস্ট করে দেখলাম বেশ ভাল লাগল।”

5 / 8
আরও এক ব্যক্তি বলেন, “লটারি জিতে প্রাইজ পেলাম। বেশ ভাল লাগল। আমায় টেস্ট করালো খুব ভাল লাগল। আর চকোলেটও কিনলাম। এই আয়োজনটা খুব ভাল লেগেছে।”

আরও এক ব্যক্তি বলেন, “লটারি জিতে প্রাইজ পেলাম। বেশ ভাল লাগল। আমায় টেস্ট করালো খুব ভাল লাগল। আর চকোলেটও কিনলাম। এই আয়োজনটা খুব ভাল লেগেছে।”

6 / 8
আর এক মহিলা বলেন, “অফিস থেকে ফেরার পথে এই পালস পেলাম। ১০টাকা দিয়ে কিনলাম। আর পাঁচটা বিনামূল্যে পেলাম। অর্থাৎ ১০ টাকায় ১৫টা লজেন্স পেলাম।”

আর এক মহিলা বলেন, “অফিস থেকে ফেরার পথে এই পালস পেলাম। ১০টাকা দিয়ে কিনলাম। আর পাঁচটা বিনামূল্যে পেলাম। অর্থাৎ ১০ টাকায় ১৫টা লজেন্স পেলাম।”

7 / 8
ইতিমধ্যেই টিভি ৯ বাংলা পুজোয় পালস ক্যান্টর ঘুরছে জেলায়-জেলায়। কলকাতা থেকে যাত্রা শুরু হয়ে পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, যেখানে-যেখানেই পালস ক্যান্টর গিয়েছে সকলের মুখেই একটা কথা, ‘আবার যেন ফিরে এসেছে ছেলেবেলা’।

ইতিমধ্যেই টিভি ৯ বাংলা পুজোয় পালস ক্যান্টর ঘুরছে জেলায়-জেলায়। কলকাতা থেকে যাত্রা শুরু হয়ে পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, যেখানে-যেখানেই পালস ক্যান্টর গিয়েছে সকলের মুখেই একটা কথা, ‘আবার যেন ফিরে এসেছে ছেলেবেলা’।

8 / 8