কাটোয়া: বেতন বৃদ্ধি, সঠিক সময়ে বেতন প্রদান, পিএফ এবং ইএসআই-এর সঠিক তথ্য জানানো সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে ১০২ অ্যাম্বুলেন্স চালকদের। শনিবার সকাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজের ১০২ চালকরা গাড়ি বন্ধ করে আন্দোলনে সামিল হন। ফলে পরিষেবা ব্যহত হয়। দীর্ঘদিন ধরে বেতন নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছে বলে অভিযোগ। রীতিমতো পোস্টার হাতে আন্দোলন শুরু করেন চালকরা। তবে, জরুরি এবং রেফার কেসের ক্ষেত্রে পরিষেবা তাঁরা চালু রেখেছেন।
১০২ টোল ফ্রি নম্বারে ফোন করলে প্রসূতি রোগী কাছে পৌঁছে যাওয়ার এই অ্যাম্বুলেন্স প্রকল্পে জেলায় ৬৯ টি অ্যাম্বুলেন্স কাজ করে। প্রায় ২০০ জন কর্মী এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কাটোয়া হাসপাতাল, কালনা হাসপাতাল-সহ বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং উপ স্বাস্থ্য কেন্দ্রে মেলে এই জরুরি পরিষেবা।
জেলার সদর হাসপাতালে ১৭ টি ১০২ অ্যাম্বুলেন্স আছে। সবাই এদিন কর্মবিরতিতে সামিল হন। আন্দোলনকারীদের অভিযোগ, কয়েক বছর ধরে তাদের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু সেগুলির একটিও পূরণ হয়নি। তাতে টালবাহানার স্বীকার হতে হচ্ছে। চালকদের আকও বক্তব্য, ওভারটাইম ডিউটি করতে হচ্ছে, ছয় বছর ধরে তাঁদের বেতনও বাড়ছে না, মিলছে না বোনাস। অনেকের আবার সময়ে বেতনও মিলছে না বলে অভিযোগ।
এক অ্যাম্বুলেন্স চালক বলেন, “বিভিন্ন সময়ে আন্দোলন করলেও শুধুই আশ্বাস মিলছে সমাধান হয়নি। তাই রোগী পরিষেবা ব্যাহত হলেও বাধ্য হয়ে এই আন্দোলনে নেমেছি। আমাদের কথা শোনার মতোও লোকের প্রয়োজন রয়েছে।” সমস্যা না মেটা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।