Purba Bardhaman: নেশাগ্রস্ত অবস্থায় টোটো থামিয়ে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ২

Manatosh Podder | Edited By: Soumya Saha

May 20, 2024 | 8:36 PM

Attack on Women: রবিবার বিকেলের ওই ঘটনার পর সন্ধ্যা বেলাতেই পুলিশের দ্বারস্থ হন মহিলারা। ভাতার থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর গতরাতেই ভাতার থানা এলাকা থেকে দু'জন যুবককে গ্রেফতার করা হয়েছে।

Purba Bardhaman: নেশাগ্রস্ত অবস্থায় টোটো থামিয়ে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ২
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

পূর্ব বর্ধমান: নেশাগ্রস্ত অবস্থায় আদিবাসী মহিলাদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। সেই ঘটনায় এবার দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়। জানা যাচ্ছে, ভাতার থানা এলাকাতেই এক আত্মীয়র বাড়ি থেকে টোটোয় চেপে ফিরছিলেন ওই মহিলারা। সেই সময়েই একদল মদ্যপ যুবক তাঁদের পথ আগলে দাঁড়ায় বলে দাবি অভিযোগকারীদের। তাঁদের অভিযোগ, গতকাল বিকেলে যখন তাঁরা বাড়ি ফিরছিলেন, তখন মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক পথ আটকে তাঁদের মারধর করে এবং শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ।

রবিবার বিকেলের ওই ঘটনার পর সন্ধ্যা বেলাতেই পুলিশের দ্বারস্থ হন মহিলারা। ভাতার থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর গতরাতেই ভাতার থানা এলাকা থেকে দু’জন যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ অভিযুক্তদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।

গতকাল বিকেলের ওই অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীদের একাংশের মনে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন আদিবাসী সংগঠনের সদস্যরা। আদিবাসী সংগঠনের সদস্যদের বক্তব্য, ‘টোটোচালককে থামিয়ে পাঁচ জন মদ্যপ যুবক মারধর করতে থাকে। টোটোয় মহিলা যাত্রীরা ছিলেন, তাঁদেরও মারধর করা হয়েছে। তাঁদের কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছিল। আমরা চাইছি দোষীদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শান্তি হোক।’ তবে কী কারণে মহিলাদের উপর হামলা চলল, সে বিষয়ে কিছুই বুঝে উঠে পারছেন না আদিবাসী সংগঠনের ওই নেতা।

 

Next Article