Food Poison: খাদ্যে বিষক্রিয়া, হাতপাতালে ভর্তি একই পরিবারের সাত জন

Manatosh Podder | Edited By: অংশুমান গোস্বামী

Nov 04, 2023 | 11:02 PM

শুক্রবার রাত থেকে ওই পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা শুরু হয়। পরিবারের এক সদস্য সৌরভ মাল বলেছেন, "শুক্রবার দুপুরে আমাদের পরিবারের একটি বিয়ের পাকা কথা হয়। সেই উপলক্ষে দু'টি পরিবার ডিমের ঝোল ভাত খেয়েছিল। এর পরই বিকেল থেকে শরীর খারাপ হতে শুরু করে। বমি-পায়খানা শুরু হয়।"

Food Poison: খাদ্যে বিষক্রিয়া, হাতপাতালে ভর্তি একই পরিবারের সাত জন
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: খাবারে বিষক্রিয়ার জেরে অনবরত বমি, পায়খানা। এই উপসর্গ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হলেন একই পরিবারের সাতজন। শনিবার বিকালে তাঁদের বর্ধমানের হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তরা হলেন সৌরভ মাল, লাল্টু মাল, অসিমা মাল, রিয়া মাল, শিলা মাল, মিলন মাল এবং রিঙ্কি মণ্ডল। তাঁদের বয়স ২০ থেকে ৩৭ বছরের মধ্যে। এদের প্রত্যেকের বাড়ি বর্ধমান শহর লাগোয়া সরাইটিকর গ্রামে। খাবারে বিষক্রিয়ার জেরেই তাঁরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

শুক্রবার রাত থেকে ওই পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা শুরু হয়। পরিবারের এক সদস্য সৌরভ মাল বলেছেন, “শুক্রবার দুপুরে আমাদের পরিবারের একটি বিয়ের পাকা কথা হয়। সেই উপলক্ষে দু’টি পরিবার ডিমের ঝোল ভাত খেয়েছিল। এর পরই বিকেল থেকে শরীর খারাপ হতে শুরু করে। বমি-পায়খানা শুরু হয়।” এর পর একটি ওষুধের দোকান থেকে কিছু ওষুধ কিনে খান তাঁরা। কিন্তু তাতেও অবস্থার উন্নতি হয়নি।

শনিবার সকালে তাঁরা বর্ধমানের নবাবহাট এলাকার এক চিকিৎসককে দেখান। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার বিকালে সবাই বর্ধমান হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আক্রান্ত সকলকে ইনফেকশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।

Next Article