Katwa: শোচনীয় অবস্থা, তবুও পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা!

Kousik Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 04, 2023 | 11:56 AM

Katwa: পথশ্রী প্রকল্পে তিন কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হচ্ছিল গত কয়েকদিন ধরে। শনিবার সকালে গ্রামবাসীরা নিন্ম মানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন

Katwa: শোচনীয় অবস্থা, তবুও পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা!
রাস্তার কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাটোয়া: নকল অনুমোদন অর্ডারের পথশ্রী প্রকল্পের নিন্মমানের রাস্তার কাজ বন্ধ করল গ্রামবাসীরা। অভিযোগ, নকল কাগজ দেখিয়ে তৈরি হওয়া রাস্তা ফেটে যাচ্ছে। সিমেন্ট কম বালির ভাগ বেশি দিয়ে কাজ করছে ঠিকাদার। সরকারি অনুমোদিত অর্ডার পেপার দেখতে চাইলে পাশ কাটিয়ে পালিয়ে যায় ঠিকাদার। আসল অনুমোদন না দেখালে কাজ বন্ধ,স্পষ্ট জবাব পঞ্চায়েত প্রধানের। কেতুগ্রাম এক নম্বর ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

পথশ্রী প্রকল্পে তিন কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হচ্ছিল গত কয়েকদিন ধরে। শনিবার সকালে গ্রামবাসীরা নিন্ম মানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন তাঁরা। কাজের বরাত পাওয়া পেপার দেখতে চাইলে তা না দেখিয়ে পালিয়ে যায় ঠিকাদার। গ্রামবাসীদের দাবি, সরকারি অনুমোদিত কাগজ ও সঠিক সামগ্রী দিয়ে কাজ করতে হবে।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরেই এই রাস্তা বেহাল ছিল। পাঁচটি গ্রামের মানুষজন এই রাস্তার উপর নির্ভরশীল। গ্রামবাসীদের দাবি মেনে কয়েকমাস আগে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ভাবে পথশ্রী প্রকল্পে এই রাস্তা সংস্কারের কাজ ঘোষণা করেন বলে জানা গিয়েছে। সেই রাস্তা নির্মাণে নিন্মমানের সামগ্রী ও সঠিক অর্ডার ছাড়াই কাজ হওয়ার অভিযোগ তুলে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা।

গ্রামের প্রধান বলেন, “গ্রামের লোক বলছে, ঠিকমতো মাল দেয়নি। ফলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তার কাজ বন্ধ করে দেন। এখন ওদের সমস্যা মিটিয়েছি। বাকিটা কথা বলে দেখছি।”

Next Article