বর্ধমান: একটি চার চাকা গাড়ির ডিকি থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানের তেলিপুকুর এলাকায়। ১৯ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের নীচে বর্ধমান আরামবাগ রোডের তেলিপুকুর মোড়ে নাকা তল্লাশি করার সময় একটি চার চাকা গাড়ির ডিকি খুলতেই টাকা ভর্তি কয়েকটি ব্যাগ নজরে আসে পুলিশের। গাড়ির আরোহীরা পুলিশকে এত টাকার কোন সঠিক তথ্য দিতে পারে নি। গাড়িতে চালক ও দু’জন মহিলা-সহ মোট পাঁচ জন যাত্রী ছিল।
শুক্রবার রাত সাড়ে ন’টার সময় এই ঘটনা ঘটে। গাড়ি থেকে টাকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা ভিড় জমান। পুলিশ গাড়ির দু’জন মহিলা-সহ তিন জন আরোহীকে জিজ্ঞাসাবাদের জন্য বর্ধমান থানায় নিয়ে যায়।
চার চাকা গাড়িটি বর্ধমান আরামবাগ রোড ধরে তেলিপুকুর হয়ে বর্ধমান শহরে ঢুকছিল। ডিএসপি ট্রাফিক (২) রাকেশ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনি গোটা বিষয়টি বলা সম্ভব নয়। নাকা চেকিংয়ের সময়ই একটি গাড়ি থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের পর গোটা বিষয়টি পরিষ্কার হবে।
জানা গিয়েছে, চারচাকা গাড়ির আরোহীদের বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় বেশ কয়েকটি রাইসমিল আছে। পাশাপাশি তাঁদের বর্ধমান শহরে বহুজাতিক সংস্থার একটি পোশাকের শোরুমও আছে।
এর আগে একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নোট উদ্ধার হয়েছে। হাওড়ার ব্যবসায়ীর গাড়িতেও তল্লাশি চালিয়ে এভাবে টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। বেশ কিছু ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় হাওয়ালা যোগেরও প্রমাণ মেলে। তবে এক্ষেত্রে কী রহস্য আছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।