পূর্ব বর্ধমান: মেমারির গৃহবধূ খুনে সামনে এল পরকীয়া তত্ত্ব। শনিবার রাতে ঘর থেকে গলার নলি কাটা দেহ উদ্ধার হয় ওই মহিলার। সেই ঘটনায় গ্রেফতার করা হয় দুই যুবককে। জানা যায়, ওই দুই যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই মহিলার।
শনিবার রাতে ঘরের ভিতর থেকে ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এরপরই মশাগ্রামের এক যুবকের নাম উঠে আসে। জানা যায়, মশাগ্রামের ওই যুবকের সঙ্গে বেশ কয়েক বছর আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় ওই গৃহবধূর।
এরইমধ্যে আবার দেবীপুরের এক যুবককের সঙ্গেও মহিলার নতুন করে সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। দেবীপুরের যুবক সম্প্রতি জেনে যান বিবাহিত প্রেমিকার তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের বাইরেও আরও একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। মশাগ্রামের যুবকের সঙ্গে সম্পর্ক থেকে সরে যেতে বলেন দেবীপুরের যুবক।
কিন্তু প্রেমিকা শোনেননি। উল্টে শনিবার নাকি ওই মশাগ্রামের যুবকের সঙ্গে তিনি ঘুরতে চলে যান বলে অভিযোগ। এরপরই তিনি দেখা করতে চান প্রেমিকার সঙ্গে। শনিবার সন্ধ্য়ায় গৃহবধূর বাড়িতে হাজির হন। সেখানে মশাগ্রামের যুবকের সঙ্গে প্রেমিকাকে দেখে ফেলেন ঘনিষ্ঠ অবস্থায়। এরপরই রক্তারক্তিকাণ্ড ঘটে যায়। দুই যুবককেই গ্রেফতার করা হয়েছে। সোমবার দু’জনকেই বর্ধমান আদালতে পেশ করে মেমারি পুলিশ। পুলিশসুপার আমনদীপ বলেন, তদন্তে জানা যায় পরকীয়ার জেরে এই ঘটনা।