পূর্ব বর্ধমান: জামালপুরে নিষ্ক্রিয় হওয়া আধার পুনরায় চালু হল। সপ্তাহ খানেক আগে যাদের আধার নিস্ক্রিয় হওয়ার চিঠি এসেছিল বুধবার তাঁদের মোবাইলে আধার সক্রিয় হবার মেসেজ আসে। সপ্তাহ খানেক আগে প্রায় ৬০ জনের কাছে আধার নিষ্ক্রিয় করার চিঠি পৌঁছয় বাড়িতে। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে ডাকযোগে এমন চিঠি পান জামালপুর ব্লকের বহু বাসিন্দা। জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে ডাকযোগে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইণ্ডিয়া (ইউআইডিএআই) এর রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়। আবুজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুতিহাটি গ্রামের প্রায় ৫০ জন এমন চিঠি পান জৌগ্রামের অনেকের কাছেও এই চিঠি আসে।
স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন নি, কেন আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে । এমনকি তাঁদের রেশন, ব্যাঙ্কের লেনদেন-সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে যায়। আধার নিয়ে ব্লক প্রশাসনও কার্যত অন্ধকারে ছিল। এই ঘটনায় যেমন বাসিন্দারা শঙ্কিত হয়ে পড়েন।তেমনি পাশাপাশি রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। তৃণমূল বিজেপি নেতৃত্ব একে অপরের ঘাড়ে দায় চাপায় আধার নিষ্ক্রিয় নিয়ে। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় এই নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও সিউড়ির সভা থেকে ঘোষণা করেন। নবান্ন থেকে মুখ্যসচিব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকও করেন।
বুধবার জেলা অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস জৌগ্রাম এবং আবুজহাটি ১ নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে যান মুখ্যমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা নিয়ে। সেই শুভেচ্ছা বার্তা তাঁদের হাতে তুলে দেন অতিরিক্ত জেলা শাসক। শুভেচ্ছা বার্তায় বিশ্ব বাংলার লোগো দেওয়া আছে।
যাঁদের আধার কার্ড নিক্রিয় করার চিঠি এসেছিল, তাঁদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন।” তিনি জানিয়েছেন, রাজ্যের যে সকল মানুষ যাঁরা এই কার্ড বন্ধের কেন্দ্রীয় সরকারি বার্তা পেয়েছেন-তাঁদের এই নিয়ে কোনওরকম ভয় বা চিন্তা করার কোনও কারণ নেই।
ইতিমধ্যেই ‘রাজ্যের আধার কার্ড সমস্যা পোর্টাল’ চালু হচ্ছে। বৃহস্পতিবার থেকে সেটা চালু হয়ে যাবে। যাঁরা যাঁরা এই চিঠি পেয়েছেন, তাঁরা তাঁদের এই সংক্ষিপ্ত তথ্য এই পোর্টালে জানাতে পারবেন। এছাড়া, মানুষের অভাব-অভিযোগের নিষ্পত্তি করার জন্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ টেলিপরিষেবা চালু হয়েছে। ৯১৩৭০৯১৩৭০ নম্বরে সরাসরি ফোন করেও তাঁরা তাদের অভিযোগ জানাতে পারবেন।
স্বাভাবিক ভাবেই খুশী এলাকার বাসিন্দারা। গ্রামের বাসিন্দা বিপুল বিশ্বাস, সজল দাসরা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে। জেলাশাসক, বিডিও ও পঞ্চায়েত প্রধান ছিলেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে বলেন দুশ্চিন্তা বা ভয়ের কোন কারণ নেই। সরকারি পরিষেবা বন্ধ হবে না।