Kalna Hospital: হাসপাতাল চত্বরেই কি ঘুরছে কোনও দুষ্ট চক্র? ডাক্তার দেখাতে এসে যা হল…

Kousik Dutta | Edited By: Soumya Saha

Feb 28, 2024 | 8:40 PM

Kalna: বুধবার হাসপাতাল চত্বর থেকে কানের দুল চুরির চেষ্টার অভিযোগ উঠে আসতেই যোগাযোগ করা হয়েছিল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাসের সঙ্গে। তিনি জানালেন, এর আগেও একবার একই দিনে তিনটি মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছিল। মৌখিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পরিবারের লোকেরা অভিযোগও জানিয়েছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় তিনটি মোবাইল উদ্ধারও হয়েছিল।

Kalna Hospital: হাসপাতাল চত্বরেই কি ঘুরছে কোনও দুষ্ট চক্র? ডাক্তার দেখাতে এসে যা হল...
কালনা হাসপাতাল চত্বরের অভিজ্ঞতা শোনালেন বৃদ্ধা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কালনা: হাসপাতাল চত্বরেই কি ঘুরছে কোনও দুষ্ট চক্র? কালনা হাসপাতালের এক ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নই উঠে আসতে শুরু করেছে। হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন এক বৃদ্ধা। সন্ধ্যা অধিকারী নামে ওই বৃদ্ধার থেকে কানের দুল নিয়ে পালানোর চেষ্টা করে এক দুষ্কৃতী। প্রথমে বৃদ্ধার সঙ্গে ভাব জমায়। তারপর ভুলিয়ে ভালিয়ে বৃদ্ধাকে বলে তাঁর কানের দুল খুলে ওই ব্যক্তির কাছে রেখে ডাক্তার দেখাতে যেতে। প্রথমে কানের দুল খুলে দিয়েও দিয়েছিলেন বৃদ্ধা। এরপর কোনও কারণে মনে সন্দেহ জাগতেই ওই ব্যক্তির থেকে জোর করে নিজের কানের দুল কেড়ে নেন। আর এরপরই দ্রুত হাসপাতাল চত্বর থেকে চম্পট দেয় ওই ব্যক্তি। কালনা হাসপাতালে বুধবার এই ঘটনার কথা চাউড় হতেই শোরগোল পড়ে যায় হাসপাতালে আসা রোগী ও তাঁর পরিজনদের মধ্যে।

কালনা হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। জানা যাচ্ছে, এদিনের এই ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই অভিযুক্তের কোনও হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে বুধবার হাসপাতাল চত্বর থেকে কানের দুল চুরির চেষ্টার অভিযোগ উঠে আসতেই যোগাযোগ করা হয়েছিল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাসের সঙ্গে। এদিনের ঘটনার প্রসঙ্গে কী বলছেন অ্যাসিস্ট্যান্ট সুপার?

বুধবারের ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করতেই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাসের মুখে উঠে আসল আরও এমন অভিযোগের কথা। জানালেন, এর আগেও একবার একই দিনে তিনটি মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছিল। মৌখিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পরিবারের লোকেরা অভিযোগও জানিয়েছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় তিনটি মোবাইল উদ্ধারও হয়েছিল। তবে এদিনের অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ জমা পড়েনি। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার জানাচ্ছেন, অভিযোগের বিষয়টি তাঁর কানে এসেছে। এই নিয়ে থানায় যদি অভিযোগ জমা পড়ে, সেক্ষেত্রে পুলিশকে তদন্তের জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে দেওয়া হবে।

 

Next Article