TMC infights: ২১ জুলাইয়ের রাতেই পার্টি অফিসে অগ্নিসংযোগ, ‘গোষ্ঠীদ্বন্দ্বে’ জেরবার তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 22, 2022 | 3:40 PM

TMC : রায়না থানা এলাকার জোৎসাদি গ্রামে তৃণমূলের একটি দলীয় কার্যাদলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই গোটা ঘটনায় অভিযোগের তির স্থানীয় ব্লক সভাপতি বামদেব মণ্ডলের গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন বিধায়ক তথা সভাধিপতি শম্পা ধারার গোষ্ঠীর লোকেরা।

TMC infights: ২১ জুলাইয়ের রাতেই পার্টি অফিসে অগ্নিসংযোগ, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল
রায়নায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

Follow Us

রায়না : বৃহস্পতিবারই একুশে জুলাইয়ের সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় এসে ভিড় জমিয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কড়া বার্তা দিয়েছেন। বলেছেন, যাঁরা নিজের ‘করে খাওয়ার’ কথা ভাবছেন, তৃণমূল দল তাঁদের জন্য নয়। সেই বার্তার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। এবার পূর্ব বর্ধমানের রায়নায়। অভিযোগ, রায়না থানা এলাকার জোৎসাদি গ্রামে তৃণমূলের একটি দলীয় কার্যাদলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই গোটা ঘটনায় অভিযোগের তির স্থানীয় ব্লক সভাপতি বামদেব মণ্ডলের গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন বিধায়ক তথা সভাধিপতি শম্পা ধারার গোষ্ঠীর লোকেরা।

এলাকায় শম্পা ধারার গোষ্ঠীর লোক বলেই পরিচিত বাবর আলি মল্লিক। তিনি এলাকায় তৃণমূলের অন্দরে দুই গোষ্ঠীর বিভাজনের কথাটি স্বীকার করে নিয়েছেন। একটি গোষ্ঠী শম্পা ধারার এবং অন্য গোষ্ঠীটি বামদেব মণ্ডলের। বাবর আলি মল্লিকের কথায়, “গোটা এলাকাই এখানে তৃণমূল। একুশে জুলাই উপলক্ষে আমরা সকলেই কলকাতায় গিয়েছিলাম। ফেরার পর সবারই শরীর ক্লান্ত ছিল। আমরা শুয়ে পড়েছিলাম। হঠাৎই খবর পাই, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কে বা কারা লাগিয়েছে, তা আমরা দেখিনি। তবে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল রয়েছে। আমাদের অনুমান, আমাদের বিরোধী পক্ষ পার্টি অফিসে আগুন দিয়েছে। পার্টি অফিসে পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন ছিল, সেগুলি সব নষ্ট হয়ে গিয়েছে। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। আমরা চাই এখানে যেন গোষ্ঠীদ্বন্দ্ব না থাকে।”

যদিও এলাকার তৃণমূল ব্লক সভাপতি বামদেব মণ্ডল এই অভিযোগের সঙ্গে কোনওরকম যোগাযোগের কথা অস্বীকার করেছেন। রায়নায় গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। তাঁর বক্তব্য, “রায়নায় কোনও গোষ্ঠী নেই। গতকাল আমরা প্রচুর ব্যস্ত ছিল। রাতে ফিরতে ফিরতে প্রায় ১১ টা বেজে গিয়েছিল। সাড়ে আটটার পর আমি প্রথম শুনলাম পার্টি অফিসে আগুন লাগানোর কথা। তৃণমূলের কর্মীরা আগুন ধরাবে, এটা আমি বিশ্বাস করি না।”

Next Article