Guskara: ‘অপেক্ষা কর, তোর সঙ্গেও খেলা হবে’, প্রতিবাদে পথে নামতেই এল হুমকি

Manatosh Podder | Edited By: সায়নী জোয়ারদার

Aug 27, 2024 | 6:30 AM

Guskara: এই প্রতিবাদ কর্মসূচি কার্যত নেতৃত্বে দিয়েছিলেন গুসকরা শহরের অতি পরিচিত মুখ সুবীর রানা। পেশায় ব্যবসায়ী, একইসঙ্গে তিনি সমাজসেবী ও নাট্যশিল্পী। সুবীর রানার অভিযোগ, নাগরিক সমাজের তরফে পথে নামায় ধ্রবজ্যোতি ভট্টাচার্যের নামে একটি প্রোফাইল থেকে ফেসবুকে তাঁকে হুমকি দেওয়া হয়।

Guskara: অপেক্ষা কর, তোর সঙ্গেও খেলা হবে, প্রতিবাদে পথে নামতেই এল হুমকি
আরজি কর কাণ্ডের প্রতিবাদ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব বর্ধমান: আরজি করকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামায় সোশ্যাল মিডিয়ায় হুমকি পেতে হল বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের গুসকরার ঘটনা। প্রতিবাদ কর্মসূচির একেবারে সামনের সারিতে থাকায় হুমকি দেওয়া হয়েছে বলে সুবীর রানা নামে ওই ব্যক্তি অভিযোগ করেন। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী বলে অভিযোগ। গুসকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুবীর রানা। যদিও তৃণমূলের দাবি, তারাও আরজি করকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন। সুতরাং হুমকি হুঁশিয়ারির প্রশ্নই নেই।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের প্রতিবাদে গোটা রাজ্য মুখর। পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। গ্রাম থেকে শহর, সর্বত্রই শোনা যাচ্ছে ‘উই ওয়ান্ট জাস্টিস’।

সম্প্রতি গুসকরা শহরেও দোষীদের শাস্তির দাবি ও মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছিলেন কয়েকশো স্থানীয় নাগরিক। নাগরিক সমাজের পক্ষ থেকে এই বিক্ষোভ আন্দোলনের ডাক দেওয়া হয়। শহরে মিছিল করে স্কুল মোড়ে জড়ো হন প্রতিবাদীরা। স্কুল কলেজের পড়ুয়া থেকে গৃহবধূ, সকলেই মিছিলে পা মেলান। হাতে ছিল মশাল, গলায় বিচারের দাবি। বর্ধমান সিউড়ি ২বি জাতীয় সড়কজুড়ে চলে প্রতিবাদ।

এই প্রতিবাদ কর্মসূচি কার্যত নেতৃত্বে দিয়েছিলেন গুসকরা শহরের অতি পরিচিত মুখ সুবীর রানা। পেশায় ব্যবসায়ী, একইসঙ্গে তিনি সমাজসেবী ও নাট্যশিল্পী। সুবীর রানার অভিযোগ, নাগরিক সমাজের তরফে পথে নামায় ধ্রবজ্যোতি ভট্টাচার্যের নামে একটি প্রোফাইল থেকে ফেসবুকে তাঁকে হুমকি দেওয়া হয়।

লেখা হয়, ‘আউশগ্রামের শান্তি নষ্টকারী কুবীর মানা, ৩৪ বছরের নারী নির্যাতন তোর কি অজানা? অপেক্ষা কর, তোর সঙ্গেও খেলা হবে।’ সুবীরের দাবি, এই লেখা তাঁকে উদ্দেশ্য করেই। ‘আমার নামটা ঘুরিয়ে লেখা হয়েছে’, দাবি সুবীর রানার।

এই ঘটনার নিন্দা করে কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, সাধারণ মানুষ পথে নামলেই হুমকি। তৃণমূলের এটাই সংস্কৃতি। যদিও রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাসের বক্তব্য, গোটা রাজ্যের মানুষ দোষীদের সাজা চেয়ে পথে নেমেছেন। তৃণমূলেরও একই দাবি। এ বিষয়ে হুমকি দেওয়ার অভিযোগ ঠিক নয়।

Next Article