পূর্ব বর্ধমান: দলের লোকজনের হাতেই হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল নেতা। তাও আবার দলীয় কার্যালয়ের ভিতরেই। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-২ ব্লকের তৃণমূল সভাপতি রামকৃষ্ণ ঘোষ। তাঁকেই দলীয় কার্যালয়ের ভিতর আটকে রেখে হেনস্থা করার অভিযোগ ঘিরে হইচই এলাকায়। রামকৃষ্ণ ঘোষকে ঘিরে গালিগালাজের পাশাপাশি এক কর্মী বোতল উঁচিয়ে তাঁর দিকে ধেয়ে যান বলেও অভিযোগ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও বেশ আলোচনা শুরু হয়েছে।
অভিযোগ, রবিবার সন্ধ্যায় আউশগ্রাম-২ ব্লকের কোটা পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামের কার্যালয়ে গিয়েছিলেন রামকৃষ্ণ। এই রঘুনাথপুরেই তাঁর বাড়িও। অভিযোগ, নিজের পাড়াতে, নিজের দলের কর্মীদের হাতেই এমন পরিস্থিতিতে পড়তে হয় ব্লক সভাপতিকে। দলীয় কর্মীদের হাতে হেনস্থা হওয়ার বিষয়টি মেনেও নিয়েছেন রামকৃষ্ণ।
স্থানীয় সূত্রের খবর, টাকা পয়সা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে এদিন তৃণমূলের কার্যালয়ে তুমুল অশান্তি চলছিল। কার্যালয়ের ভিতরে তৃণমূলের লোকজনের ভিড় আর চিৎকার চেঁচামেচি চলে। এলাকার লোকজনের দাবি, ব্লক সভাপতিকে মাঝখানে বসিয়ে ঘিরে ধরেন তাঁরই দলের লোকজন। কুৎসিত ভাষায় চলে আক্রমণ। কেউ আঙুল তুলে হুমকি দিতে থাকেন, কেউ আবার ফাঁকা বোতল তুলে ধেয়ে যান মারবেন বলে।
তবে কেন তাঁকে এমন পরিস্থিতির শিকার হতে হল তা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বলেন, তিনি পুরোপুরি অন্ধকারে। বলেন, সমস্ত ঘটনা জেলা সভাপতির কাছে জানানো হয়েছে। প্রথমে মুখে জানালেও পরে লিখিত আকারে গোটা ঘটনার কথা জানিয়েছেন জেলা সভাপতিকে। এখনই এর বাইরে আর কিছু বলতে রাজি নন অভিযোগকারী নেতা। স্পষ্ট বলেন, “এর বাইরে এখনই আর কোনও কথা বলব না। দল কী সিদ্ধান্ত নেয় দেখা যাক।”