পূর্ব বর্ধমান: পৈতৃক সম্পত্তি ফিরে পেতে মন্ত্রীর দ্বারস্থ হলেন মা ও মেয়ে। অভিযোগ, স্থানী তৃণমূল নেতার ইন্ধনে খুড়তুতো ভাইয়েরা সম্পত্তি হাতিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খাগড়াগড় মসজিদ তলার পূর্ব পাড়া এলাকায়।
জনৈক মিলি খাতুনের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা সেখ ফিরোজের সহযোগিতায় তাঁর পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিয়েছে খুড়তুতো ভাইরা। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁর। কোথাও কোনও উপায় না দেখে মাথা গোঁজার ঠাঁই ফিরে পেতে মন্ত্রীর দরজায় কড়া নাড়লেন অসহায় মা ও মেয়ে।
মিলি খাতুনের অভিযোগ, গত কয়েক বছর ধরে সম্পত্তির বিবাদে জর্জরিত তাঁরা। কয়েক বছর আগে পৈতৃক সম্পত্তি ছাড়িয়ে নেওয়ার হুমকি দেন তাঁর কাকা। কিন্তু সেই কাকার মৃত্যুর পর কাকাতুতো ভাই স্থানীয় তৃণমূল নেতা সেখ ফিরোজের সহযোগিতায় জোরপূর্বক তাঁদের ঘরছাড়া করে সম্পত্তির দখল নিতে চায় চাঞ্চল্যকর অভিযোগ ওই মহিলার। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতাদের জানানো হলেও সুরাহা হয়নি। প্রশাসনেরও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। এই প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের দ্বারস্থ হন তাঁরা।
অসহায় মা ও মেয়ের অভিযোগ, তাঁদের ভিটেছাড়া করার অভিযোগ জানাতে গেলে স্থানীয় তৃণমূল নেতারা আলোচনায় বসার পরামর্শ দেন। সেখানে বাড়ি ছেড়ে দিতে বলা হয় তাঁদের। পরিবর্তে তাঁদের ৫ লক্ষ টাকা পাবেন বলে জানানো হয়। তাতেও রাজি হয়ে যায় এই অসহায় পরিবার। কিন্তু বাড়ি ছেড়ে এর পর দীর্ঘ কয়েক মাস কেটে গেলও কোনও টাকা দেননি তুতো ভাইয়েরা। অভিযোগ মহিলার। অভিযোগ, উল্টে কার্যত খালি হাতে তাঁদের মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এর পর বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসকে এই বিষয়টি জানান তাঁরা। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও এ নিয়ে অভিযোগ জানান তিনি। সূত্রের খবর, মন্ত্রী এই বিষয়টি দেখার ভার দিয়েছেন বিধায়ক খোকন দাসকে। তবে তৃণমূল নেতার যোগের অভিযোগ নিয়ে এখনই কেউ কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: মেয়ের পারিবারিক অশান্তি মেটাতে গিয়ে জামাইয়ের লাঠির ঘায়ে মৃত্যু শ্বশুরের
মিলি দেবীর অভিযোগ, লকডাউনের সময় তাঁরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে রাত কাটিয়েছেন। নিজেদের বাড়ি থাকতেও সবকিছু হারিয়ে এখন মা-মেয়ের রাত কাটছে স্থানীয় হর্কাস মার্কেটে।