Agnimitra Paul: গাড়ি থামিয়ে গরু পাচার রুখলেন স্বয়ং অগ্নিমিত্রা, আটক ৩

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 20, 2022 | 3:25 PM

Agnimitra Paul: মঙ্গলবার সকালে আসানসোল থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন অগ্নিমিত্রা। সেই সময় বর্ধমান পৌঁছতেই দু'নম্বর জাতীয় সড়কের উপরে বেচারহাট নামক স্থানে গরুবোঝাই একটি ম্যাটাডোর অগ্নিমিত্রার গাড়িকে ওভারটেক করে।

Agnimitra Paul: গাড়ি থামিয়ে গরু পাচার রুখলেন স্বয়ং অগ্নিমিত্রা, আটক ৩
গরুপাচার রুখলেন অগ্নিমিত্রা (নিজস্ব চিত্র)

Follow Us

পূর্ব বর্ধমান: গরুপাচার রুখলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে বর্ধমানের দু’নম্বর জাতীয় সড়কের উপরে বেচারহাট থেকে গরুবোঝাই একটি ম্যাটাডোর আটকান অগ্নিমিত্রা নিজেই। গাড়িটিতে ৯টি গরু ছিল। পরে পুলিশ এসে ম্যাটাডোর সহ তিনজনকে আটক করে।

কী ঘটেছে?

মঙ্গলবার সকালে আসানসোল থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন অগ্নিমিত্রা। সেই সময় বর্ধমান পৌঁছতেই দু’নম্বর জাতীয় সড়কের উপরে বেচারহাট নামক স্থানে গরুবোঝাই একটি ম্যাটাডোর অগ্নিমিত্রার গাড়িকে ওভারটেক করে। ঠিক তখনই সন্দেহ হয় বিজেপি নেত্রীর। তৎক্ষনাৎ গরুবোঝাই ম্যাটাডোরটিকে আটকান তিনি।

এরপর দেখা যায় ওই ম্যাটাডোরে ৯টি গরু রয়েছে। এর মধ্যে আবার দু’টি গরুর পায়ে আঘাত লেগেছে। তখনই ম্যাটাডোর আটকান তিনি। সেই সময় স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। এরপর বর্ধমান থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। ম্যাটাডোরে থাকা তিনজনকে আটক করে নিয়ে চলে যায়।

পুলিশ সূত্রে খবর, পুরুলিয়া থেকে গরুগুলি নিয়ে আসা হচ্ছিল বর্ধমানের কুসুমগ্রামে। ওই তিন ব্যক্তির কাছে কোনও বৈধ কাগজ-পত্র ছিল না। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল TV9 বাংলাকে বলেন, “আমি কলকাতায় যাচ্ছিলাম। সেই সময় গরুভর্তি গাড়ি আমার গাড়িকে ওভারটেক করে এগিয়ে যায়। আমি দেখতে পাই গাড়ির পিছনে গরুগুলিকে প্রচণ্ড কষ্ট দিয়ে রাখা হয়েছে। সেটা দেখেই আমার সন্দেহ হয়। এরপর আমি গাড়ি দাঁড় করিয়ে ওদের কাছ থেকে বৈধ নথি চাই। কিন্তু ওরা কোনও নথি দেখাতে পারেননি। এরপর ওরা আমায় বারবার বলতে শুরু করে আমরা গরিব মানুষ। দিদি আমাদের ছেড়ে দিন। পরে আমি বর্ধমান থানার আইসিকে ফোন করি। তিনি ফোন তোলেননি। এরপর বিজেপির কয়েকজন কর্মীরা সেখানে উপস্থিত হয়। পুলিশ আসে। আমরা গাড়িটিকে বাজেয়াপ্ত করতে বলেছি।” এরপর তিনি বলেন, “পুলিশ সব জানে। রাজ্য পুলিশকে ৮০০-৯০০ টাকার ঘুষ খাইয়ে এই দুর্নীতি চলছে। এখন পুলিশ নেই এরা তৃণমূলের ক্যাডার।”

অপরদিকে রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন, “বিভিন্ন রাজ্য থেকে গরু আসে এটা সত্যি কথা। উত্তর প্রদেশ থেকে বাংলায় গরু ঢোকে। সেখানকার পুলিশ না আটকে এখানে পাঠিয়ে দেয়। আর এখানকার বিধায়ক রাস্তায় গাড়ি ধরে বলছে গরু পাচার আটকে দিচ্ছেন। গরু গাড়িতে আসছে। এটা আটকানোর কী আছে? আর এটা পাচার হচ্ছে না। পাচার হলে সীমান্তে যাবে। আর সীমান্তে বিএসএফ আটকাবে।”

Next Article