Boat Accident: পূর্বস্থলীর পাখিরালয়ে নৌকাডুবি, উদ্ধার ৩, নিখোঁজ ২ পর্যটকের খোঁজে চলছে তল্লাশি

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 06, 2022 | 8:29 PM

Purbasthali: শনিবার সন্ধ্যা নাগাদ পূর্বস্থলীর চুপি এলাকায় ঘুরতে এসেছিলেন চার পর্যটক। জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণনগর থেকে এসেছিলেন তাঁরা।

Boat Accident: পূর্বস্থলীর পাখিরালয়ে নৌকাডুবি, উদ্ধার ৩, নিখোঁজ ২ পর্যটকের খোঁজে চলছে তল্লাশি
প্রতীকী ছবি

Follow Us

পূর্বস্থলী: পূর্বস্থলীর পাখিরালয় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা। সেই পাখিরালয়ে শনিবার ঘুরতে এসেছিলেন চার পর্যটক। সেখানে গিয়ে নৌকা ভ্রমণে বেরিয়েছিলেন তাঁরা। সেই নৌকা উল্টে গিয়েই ঘটল দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় নৌকা ডুবে তলিয়ে যান মাঝি-সহ পাঁচ জন। স্থানীয় মানুষরা মাঝি এবং তলিয়ে যাওয়া দুই পর্যটককে উদ্ধার করেন। যদিও দুই পর্যটক এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। গুরুতর আহত অবস্থায় মাঝিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।

শনিবার সন্ধ্যা নাগাদ পূর্বস্থলীর চুপি এলাকায় ঘুরতে এসেছিলেন চার পর্যটক। জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণনগর থেকে এসেছিলেন তাঁরা। সেখানে নৌকাভ্রমণের সময়ই আচমকা উল্টে যায় নৌকা। ডুবে যান মাঝি-সহ মোট পাঁট জন। স্থানীয়রা মাঝি এবং বাকি দুই পর্যটককে উদ্ধার করলেও ২ জন পর্যটক এখনও নিখোঁজ। গুরুতর অসুস্থ নৌকার মাঝিকে পূর্বস্থলী হসপিটালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে ভিড় স্থানীয়দের

ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে পূর্বস্থলী থানার পুলিশ। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ও গিয়েছেন ঘটনাস্থলে। এলাকাবাসীও ভিড় জমিয়েছেন ওই এলাকায়। কেন নৌকাডুবির ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। ডুবে যাওয়া ওই নৌকার মাঝি ছিলেন মদন পারুই। তাঁর বাড়ি কাস্টশালীতে। উদ্ধার হওয়া দুই পর্যটক হলেন তন্ময় শীল শর্মা (৪০)। তাঁর বাড়ি কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের দিগনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অপর জন হলেন তনয় মাঝি (৪০)। তাঁর বাড়ি কৃষ্ণনগর পুরসভা এলাকার কাঠালপোতায়। ঘটনায় এখনও নিখোঁজ ২ জন। তাঁরা হলেন সৈকত চ্যাটার্জি (৪০) এবং সৌরভ ভট্টাচার্য (৪০)। তাঁদের বাড়ি
কৃষ্ণনগর পুরসভা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটকরা সকলেই মত্ত অবস্থায় ছিলেন।

Next Article