Bardhman Court: ভেঙে পড়ল চাঙর, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা বিচারকের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 24, 2022 | 9:59 AM

Purba Bardhaman: জানা গিয়েছে, চাঙর ভেঙে পড়ার ঘটনায় চুরমার হয়ে যায় বিচারকের গাড়ির কাচ। সেই সময় বিচারক গাড়িতেই ছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় আদালত চত্বরে।

Bardhman Court: ভেঙে পড়ল চাঙর, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা বিচারকের
আদালত চত্বরে ভেঙে পড়ল চাঙর (নিজস্ব ছবি)

Follow Us

পূর্ব বর্ধমান: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বর্ধমান আদালতের বিচারক। তাঁর গাড়িতে খসে পড়ল চাঙর। মঙ্গলবার বিকেলে আদালত ভবনের চারতলার সিলিং থেকে খসে পড়ে বড় মাপের চাঙরটি।

জানা গিয়েছে, চাঙর ভেঙে পড়ার ঘটনায় চুরমার হয়ে যায় বিচারকের গাড়ির কাচ। সেই সময় বিচারক গাড়িতেই ছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় আদালত চত্বরে।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে নিউ বিল্ডিংয়ে প্রবেশ পথে পার্কিং প্লেসে প্রথম সিভিল জজ সিনিয়র ডিভিশনের গাড়ি রাখা ছিল। বিচারক গাড়িতেই ছিলেন। চালক গাড়িতে স্টার্ট দিচ্ছিলেন। সেই সময় আচমকা চার তলার সিলিং থেকে একটি বড় চাঙর খসে গাড়ির কাচে পড়ে। পিছনের সিটে বসেছিলেন বিচারক পুকার প্রধান। চাঙর পড়ে পিছনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। আচমকা এ ধরনের ঘটনায় চমকে ওঠেন তিনি।আশপাশের লোকজন দৌড়ে যান সেখানে। বিচারককে গাড়ি থেকে নামানো হয়।

গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিচারপ্রার্থীরা।আদালত ভবনের বেহাল দশা ও তা নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবী থেকে শুরু করে বিচারপ্রার্থীরা। অবিলম্বে আদালত ভবনের সংস্কারের দাবি জানান তাঁরা। এ দিকে, গোটা ঘটনার খবর পৌঁছে যায় জেলা জজের কাছে। খবর দেওয়া হয় পূর্ত দফতরকেও। পূর্ত দফতরের ইঞ্জিনিয়ররা দ্রুত ঘটনাস্থলে যান। সংস্কারের আশ্বাস মিলেছে বলে দাবি আদালত কর্তৃপক্ষের।

 

Next Article