Burdwan: পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি!

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 10, 2024 | 4:57 PM

Burdwan: দুর্ঘটনার পর বলগোনা এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহত দু'জনকে প্রথমে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় জখম ২ জনকে।

Burdwan: পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি!
বর্ধমানে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: একজন পথ চলতি ব্যক্তিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে বর্ধমান কাটোয়া রোডের ভাতারের বলগোনায়। দুর্ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী-সহ পথ চলতি এই ব্যক্তি। বুধবার কাটোয়া থেকে একটি পুলিশের গাড়ি অভিযুক্তকে নিয়ে যাচ্ছিল বর্ধমান আদালতে। সেই সময় ভাতারের বলগোনা এলাকায় এক পথ চলতি ব্যক্তি হঠাৎ করে রাস্তার মধ্যে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে ওই পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়ানজুলিতে। ঘটনায় আহত হন এক পুলিশকর্মী সহ পথ চলতি ব্যক্তি।আহত পুলিশ কর্মীর নাম দেবব্রত ঘোষ ও পথ চলতি ওই ব্যক্তির নাম মুক্তিধারা তার বাড়ি ভাতারের বলগোনাতে।

দুর্ঘটনার পর বলগোনা এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহত দু’জনকে প্রথমে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় জখম ২ জনকে। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির বক্তব্য, “পুলিশের গাড়ির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল না। কিন্তু ওই ব্যক্তিটা গাড়ির সামনে চলে আসে। তাতেই দুর্ঘটনা।”

Next Article
Rupam Islam: রূপম ইসলামের শো-তে চরম বিশৃঙ্খলা, লাঠিপেটা পুলিশের, অস্ত্র সমেত আটক ৪