পৌলমী রায় বন্দ্যোপাধ্যায়: অতিমারি আবহে প্রায় বছর ঘুরতে চলল। এখনও স্কুল, কলেজ খোলা নিয়ে পড়ুয়াদের মনে নানা প্রশ্ন। রাজ্য সরকারও পাকাপাকিভাবে কিছু জানাতে পারেনি। এরইমধ্যে শিক্ষাক্ষেত্রে নজির তৈরি করতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। আগামী সোমবার থেকে দু’টি হস্টেল খুলছে তাদের। সঙ্গে হস্টেলের দু’টি ঘরে তৈরি হচ্ছে কোয়ারেনটাইন সেন্টার। তবে সবটাই চলবে স্বাস্থ্যবিধি মেনে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ১১টি হস্টেলের মধ্যে আপাতত স্কলারদের জন্য খুলছে দু’টি হস্টেল। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতি হস্টেলের দু’টি ঘরে তৈরি হচ্ছে কোয়ারেনটাইন সেন্টার। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হেলথ সেন্টারে জরুরি ভিত্তিতে টেস্ট-সহ কোভিড সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা থাকছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা বলেন, “আমরা যাবতীয় কোভিড বিধি মেনেই হস্টেল খুলছি। তবে আপাতত শুধু স্কলারদের জন্যই দু’টো হস্টেল খোলা হচ্ছে। যাঁরা দূরে থাকেন, তাঁরা নিয়মিত যাতায়াত করতে গিয়ে সংক্রমিত হতে পারেন। তাঁদের জন্যই হস্টেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন না বহু প্রজেক্ট আটকে রয়েছে।”
আরও পড়ুন: মোদীর নেতাজি কমিটিতে মমতা, বুদ্ধদেব, শুভেন্দু, সৌরভ
আগামী সোমবার থেকে পুরোদমে অফিস চালু হচ্ছে। সোমবার থেকে ল্যাবরেটরি এবং লাইব্রেরিও খোলা থাকবে নিয়মিত। তবে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি সবক্ষেত্রেই মানতে হবে সর্বত্র। প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই নিয়মিত অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। একধাপ এগিয়ে হস্টেল চালু করার সিদ্ধান্ত নিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। অতিমারির আবহে বর্ধমান বিশ্ববিদ্যালয়ই প্রথম হস্টেল খোলার সিদ্ধান্ত নিল। তবে ক্লাস চলবে অনলাইনে। এ ব্যাপারে সরকারি নির্দেশিকার অপেক্ষায় বিশ্ববিদ্যালয়গুলি।