মোদীর নেতাজী কমিটিতে মমতা, বুদ্ধদেব, শুভেন্দু, সৌরভ

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একুশের বিধানসভা ভোটের মুখে নেতাজীর জন্মজয়ন্তী নিয়ে মোদী সরকারের এই আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

মোদীর নেতাজী কমিটিতে মমতা, বুদ্ধদেব, শুভেন্দু, সৌরভ
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 5:34 PM

নয়া দিল্লি: নেতাজী জন্মজয়ন্তী উদযাপন কমিটি তৈরি করল মোদী সরকার। উচ্চ পর্যায়ের এই কমিটির মাথায় রয়েছেন নরেন্দ্র মোদী। আর সেই কমিটিতে একই পংক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনে শনিবার একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করেছে সংস্কৃতি মন্ত্রক। সেখানে ৮৫ জনের একটি কমিটির ঘোষণা করা হয়েছে। যেখানে এক ডজনের বেশি বাঙালির নাম।

সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেতা মিঠুন চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের পাশাপাশি এই কমিটির সদস্য হিসাবে মনোনীত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, সাংসদ সুনীল মণ্ডল, সাংসদ খগেন মুর্মু, সাংসদ দিলীপ ঘোষ, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, অভিনেত্রী কাজল। এছাড়াও রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-সহ সাত কেন্দ্রীয় মন্ত্রী।

প্রথম থেকেই মোদী সরকার জানিয়েছিল, এবার বর্ণময় উদযাপন হবে নেতাজী জন্মজয়ন্তীর। সে কারণে কমিটিও তৈরি করছে তারা। এদিন গ্যাজেট বিজ্ঞপ্তি সামনে আসতেই দেখা গেল কমিটিতে নানা রঙের ছড়াছড়ি। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের নিয়ে এ কমিটি যেন এক নক্ষত্রমালা। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে এ আর রহমান-কে নেই সেখানে। অত্যন্ত ‘সমতা’ রেখে যে এই কমিটি তৈরি হয়েছে, তার প্রমাণ মমতা-বুদ্ধদেব-অধীরের নামের সংযোজন। কমিটিতে জায়গা পেয়েছেন সদ্য বিজেপির ঝান্ডা হাতে তুলে নেওয়া শুভেন্দু, সুনীল মণ্ডলরাও।

আরও পড়ুন: পাঁচমিশালি তরকারি থেকে কাটোয়া-স্পেশ্যাল বেগুনি, কলাপাতায় নাড্ডার পাতে এলাহি খাবার

আগামী ২৩ জানুয়ারি থেকে বর্ষব্যাপী নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করবে এই কমিটি। বাঙালির আবেগের আরেক নাম নেতাজী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একুশের বিধানসভা ভোটের মুখে নেতাজীর জন্মজয়ন্তী নিয়ে মোদী সরকারের এই আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।