আপডেট: সিএএ নিয়ে আমরা কথা দিয়েছি, সিএএ কার্যকর হবেই : নাড্ডা
মুস্থুলী গ্রামের পাঁচ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করবেন বিজেপি নেতা।
পূর্ব বর্ধমান: ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচি অনুষ্ঠানে বর্ধমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
*সিএএ নিয়ে আমরা কথা দিয়েছি, সিএএ কার্যকর হবেই : নাড্ডা
*বিজেপি কর্মীরা লড়াই করতে জানে। আমি জানি এর জন্য তাঁদের উপর আক্রমণ হবে। তা সত্ত্বেও লড়াই হবে। আমাদের কর্মীরা এই সব কিছুর মধ্যেও লড়াই করবে। ২০০ আসন এর বেশি আমরা পাব : নাড্ডা
*আমাদের সরকার এসে এখানে আয়ুষ্মান ভারত চালু করবে। তৃণমূল সরকারের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। মমতার সরকারের প্রতি মানুষের বিশ্বাস চলে গিয়েছে : নাড্ডা
*আমাদের রোড শো যেখানে হয়েছে সেখানে মানুষের পা রাখার জায়গা নেই। এক মাসের মধ্যে আমি তফাৎ দেখতে পাচ্ছি। এখন একটা ঝড় দেখতে পাচ্ছি। আগামিদিনে সেটা সুনামিতে পরিণত হবে। বাংলা পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলার মানুষ এটা ঠিক করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর পায়ের তলায় মাটি সরে যাচ্ছে : নাড্ডা
*বাংলায় কৃষক সম্মান নিধি চালু নেই। ২৬ লক্ষ কৃষকের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের কৃষক সম্মান নিধির সুবিধা দিচ্ছেন না মমতা। কৃষি রোজগারে ২৪ নম্বরে বাংলা। বিভিন্ন গ্রাম সভায় আমরা যাব। যেখানে এক মুঠো চাল, এক মুঠো আনাজ নেব। আমাদের সরকার এলে তাঁদের হাতে কৃষক সম্মান নিধি তুলে দেওয়া হবে : নাড্ডা
* রাজ্যের শাসকদল অপরাধীর আখড়া। এখানেই আইনশৃঙ্খলা কেমন সেটা সহজেই বোঝা যায়। আমি নিজে ১০০ জন কর্মীর নামে তর্পণ করেছিলাম। শেষ এক মাসে ৫ জনের মৃত্যু হয়েছে। তৃণমূলের হাতে তাঁদের মৃত্যু হয়েছে। এটাই বাংলার আসল ছবি : নাড্ডা
*এখানে প্রশাসনের রাজনীতিকরণ আর রাজনীতির দুর্বৃত্তায়ন হয়ে গিয়েছে : নাড্ডা
*শেষ বার যখন আমি এসেছিলাম সেইবার রাস্তায় কীভাবে আমাকে স্বাগত জানানো হয়েছিল সেটা আপনারা দেখেছিলেন। রাজনৈতিক – প্রশাসনিক ভাবে আমার উপর কীভাবে হামলা হয়েছিল সেটা আপনারা দেখেছিলেন। এবার ‘সো ফার সো গুড’ : নাড্ডা
*বর্ধমানে সাংবাদিকদের মুখোমুখি জেপি নাড্ডা।
*বর্ধমানের শতাব্দী প্রাচীন বিখ্যাত সীতাভোগ মিহিদানা দিয়েই সর্বমঙ্গলার পুজো দেন নাড্ডা।মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে একটি পুজোর ডালা উপহার দেওয়া হয়।
* বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে পৌঁছলেন জেপি নাড্ডা। পুজো দিচ্ছেন তিনি। এখান থেকে সোজা যাবেন শহরের একটি হোটেলে। সেখানে সাংবাদিক বৈঠক করবেন।
*যেভাবে ডায়মন্ড হারবারে যা হয়েছে তা কি বাংলার সংস্কৃতি? মা মাটি মানুষের সরকার এখন চাল চোর, ত্রিপল চোরের সরকার। এটা কি বাংলার সংস্কৃতি।
* মোদীজী সবার বিকাশ করেন, কোনও তোষণের জায়গা নেই। কয়েক মাসের মধ্যে এখানে সব পাওয়া যাবে। কেন্দ্রের সব উন্নয়ন : নাড্ডা
*এখানে যাঁরা এসেছেন তাঁরা বিজেপির নয়, আমজনতার প্রতিনিধি। মানুষ না হলে এত জোশ দেখা যায় না। শুধু কর্মীরা থাকলে এত জোশ হয় না : নাড্ডা
*বাংলাকে নানাভাবে সমস্যায় ফেলছে মমতার সরকার। মজুর, দলিত, আমজনতা সমস্যায় পড়েছেন। মমতা কৃষক নিধি বাস্তবায়ন করছে, কিন্তু কখন? যখন বিজেপি কৃষকদের ন্যায় দেওয়ার কথা বলছে : নাড্ডা
*এত বড় জনসভা। আপনাদের উৎসাহ বলছে বাংলার জনতা তৃণমূল এবং মমতাকে বিদায়-নমস্কার করার জন্য প্রস্তুত আর পদ্মফুলকে স্বাগত জানাতে চায়: নাড্ডা
*বর্ধমানের বীরহাটা (ক্লক টাওয়ার) থেকে কার্জন গেট পৌঁছতে সময় লাগে মিনিট দশেক। আর বিজেপির মিছিল শেষ হতে সময় লাগল 80 মিনিট।
*এত মানুষের যোগদান বলে দিচ্ছে বিজেপির জয় নিশ্চিত: নাড্ডা
* ‘শস্যভাণ্ডার’ বর্ধমানে নাড্ডার মিছিলে কোথাও ধানের গোলা, কোথাও সংখ্যালঘু মানুষের জন্য আলাদা মঞ্চ তৈরি হয়েছে। সেখানে কৃষক বিল, তিন তালাকের মতো বিষয়কে তুলে ধরা হয়েছে।
* ধামসা মাদলের বোল, আদিবাসীদের ঐতিহ্যশালী নাচে বর্ণাঢ্য রোড-শো জেপি নাড্ডার।
* নাড্ডার ট্যাবলোয় মুঠো মুঠো গোলাপের পাঁপড়ি রাখা। নিজেই তা উৎসাহী জনতার মাঝে ছুঁড়ে দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
*গাদা ফুলে ভরানো নাড্ডার ট্যাবলো। গাড়ির সামনে ‘আর নয় অন্যায়’ লেখা বোর্ড। এরকম আরও দু’টি ট্যাবলো সাজানাো হয়েছে।
BJP National President Shri @JPNadda‘s road show in Bardhaman, West Bengal.https://t.co/3dMq6ThV2J
— Kailash Vijayvargiya (@KailashOnline) January 9, 2021
*লাঙল, কোদাল, চাল নিয়ে মাঠে নেমেছেন কৃষকরা। তাঁদের হাতে কৃষি আইনের সমর্থনে প্ল্যাকার্ড।
* কথা ছিল বর্ধমান শহরে দলীয় কার্যালয়ে যাবেন নাড্ডা। কিন্তু হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সরাসরি রোড-শো শুরু করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ক্লক টাওয়ার থেকে রোড শো যাবে কার্জন গেটে। বিজেপি কর্মী, সমর্থকদের ভিড় নজরকাড়া।
*বর্ধমানে পৌঁছলেন জেপি নাড্ডা।
* কৃষক পরিবারের কাছ থেকে চলছে চাল সংগ্রহ।
* বাড়ির দেওয়ালে জেপি নাড্ডা ‘কৃষক সুরক্ষা অভিযান’ স্টিকার সেঁটে দিলেন।
* মথুরা মণ্ডলের বাড়িতে এই মুহূর্তে জেপি নাড্ডা। চলছে মিষ্টি মুখ
* ক্ষমতায় এলে কৃষক সম্মান নিধি চালু: নাড্ডা
* রাজ্য সরকার চাল চোর, ত্রিপল চোর: নাড্ডা
* কোভিডের সময় মমতা সরকারের নেতারা রেশন চুরি করেছেন: নাড্ডা
* কৃষিতে রোজগারের ক্ষেত্রে ২৪ নম্বরে বাংলা: নাড্ডা
*কৃষকদের জন্য বাজেট ৬ গুণ বাড়িয়েছে মোদী সরকার: নাড্ডা
* দুর্গা মা-র নামে শপথ, কৃষকদের নিয়েই বাংলায় পরিবর্তন আনবে বিজেপি: নাড্ডা
* বাংলার কৃষকরা মোদীর পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির আর প্রয়োজন নেই: নাড্ডা
* একুশের নির্বাচনে বিজেপিকেই স্বাগত জানাবেন বলে মানুষ ঠিক করে ফেলেছেন: নাড্ডা
*কৃষকদের সঙ্গে সবসময় রয়েছে বিজেপি: নাড্ডা
* দেশ জুড়ে ৪০ হাজার গ্রামে যাবে বিজেপি: নাড্ডা
* ২৪-৩১ জানুয়ারি পর্যন্ত গ্রামে গ্রামে ‘কৃষক ভোজ’। কৃষকদের সঙ্গে বসে তাঁদের অভাব অভিযোগ শুনবেন: নাড্ডা
* আজ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আমাদের কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের থেকে অন্ন সংগ্রহ করবেন: নাড্ডা
* মঞ্চে নাড্ডার সঙ্গে উপস্থিত দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়রা।
* কুমড়ো, ফুলকপি, ব্যাগ, পুষ্পস্তবকে বরণ করে নেওয়া হল জেপি নাড্ডাকে।
গেরুয়া পতাকা, লাল-সাদা-কমলা বেলুনে ছয়লাপ চতুর্দিক। হেলিকপ্টার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নামতেই শুরু হল পুষ্পবৃষ্টি। হেলিপ্যাড নাকি কোনও দেবস্থান, তা বোঝা দায়! কাঁসর, ঘণ্টা তো ছিলই, সঙ্গত ছিল ঢাকের বাদ্যিও। বর্ধমানের বিজেপি কর্মী সমর্থকদের আন্তরিকতা আর আপ্যায়নে মুগ্ধ হলেন নাড্ডা (JP Nadda)। আর তাঁকে ঘিরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
বর্ধমান শহরের জি টি রোড সম্পূর্ণ মুড়ে ফেলা হয়েছে বিজেপির দলীয় পতাকা এবং সর্বভারতীয় সভাপতির ছবিতে। নাড্ডাকে সম্মান জানাতে ৩ টন ফুলের ব্যবস্থা করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।। হেলিপ্যাড থেকে কাটোয়ার রাধাগোবিন্দ মন্দিরে ঢোকেন নাড্ডা। সঙ্গে ছিলেন রাহুল সিনহা, দিলীপ ঘোষ , মুকুল রায়রা।
জগদানন্দপুরে যাবেন। সেখানে কৃষক সুরক্ষা কর্মসূচি করবেন। তবে এসময় সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দিলেন না নাড্ডা। কাটোয়ার জগদানন্দপুরে ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মুস্থুলী গ্রামের পাঁচ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করবেন বিজেপি নেতা।
উল্লেখ্য, জগদানন্দপুরে মথুরা মন্ডল নামে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। জেপি নাড্ডার জন্য নিজে হাতে রান্না করবেন কৃষকের স্ত্রী। সূত্রের খবর মেনুতে থাকছে, ভাত, লেবু, শাক, বেগুন ভাজা, আলুভাজা, পাঁচমিশালি তরকারি, সবজি দিয়ে ডাল, ফুলকপির তরকারি, চাটনি ও পায়েস।
আরও পড়ুন: কয়লা-কাণ্ডে সিবিআই দফতরে বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর
৩টে নাগাদ সেখান থেকে সোজা চলে আসবেন বর্ধমান শহরে। সেখানে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবেন। এরপর বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো করবেন। হোটেলে ফিরে রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা। তারপর সাংবাদিক সম্মেলন করে ফের অণ্ডাল বিমানবন্দরে পৌঁছবেন।