বর্ধমান : মদে বিষক্রিয়ার (Country Liquor) ঘটনায় বর্ধমানের কলেজ মোড়ের এক হোটেল মালিকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল পুলিশ। ওই হোটেল মালিকের নাম গণেশ পাসওয়ান। জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই ঘটনার পর থেকেই স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি রয়েছে হোটেল মালিক। তাই শারীরিক অসুস্থতার কারণে এখনই তারে গ্রেফতার করা হচ্ছে না। ওই হোটেল মালিকের বিরুদ্ধে অবৈধভাবে মদ বিক্রির মামলা করা হয়েছে। উল্লেখ্য, বর্ধমানে মদে বিষক্রিয়ার ঘটনার শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। নড়েচড়ে বসেছে প্রশাসনও। শুক্রবার এবং শনিবার বর্ধমান শহরের সব মদের দোকান নিষিদ্ধ করা হয়েছে। শহরজুড়ে চলছে তল্লাশি। বেআইনিভাবে মদ বিক্রির কারবারে জড়িত সন্দেহ করলেই চলছে ধরপাকড়। এরই মধ্যে এবার মদে বিষক্রিয়ার ঘটনায় এক হোটেল মালিকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
জেলা আবগারি দফতরের আধিকারিক এনায়েত রব্বি শনিবার জানিয়েছেন, বর্ধমানে চার জন মারা গিয়েছেন। অসুস্থ আছেন আরও পাঁচজন। সরকারিভাবে এই তথ্যই তাঁদের হাতে রয়েছে। তবে অসমর্থিত সূত্রে খবর, এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। আবগারি দফতরের ওই আধিকারিক আরও জানান, প্রাথমিক রিপোর্টে মদে কোনও গন্ডগোলের প্রমাণ এখনও মেলেনি। তাঁদের কাছে প্রাথমিকভাবে এই রিপোর্ট এলেও রাজ্য সরকারের ল্যাবরেটরিতে যে নমুনা পাঠানো হয়েছে সেই রিপোর্ট এখনও আসেনি। সেই রিপোর্ট এলে, তবেই গোটা ব্যাপারটা পরিষ্কারভাবে বলা যাবে বলেই জানিয়েছেন এনায়েত রব্বি।
তবে ঘটনার পর থেকেই বর্ধমান শহরজুড়ে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান আরও বাড়িয়েছে জেলা আবগারি দফতর। এনায়েত রব্বি জানিয়েছেন, ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে আবগারি দফতর এবং ভবিষ্যতেও তা চলবে। তবে মদ খাওয়ার কারণেই ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। জেলা আবগারি দফতরের আধিকারিক জানিয়েছেন, ঠিক কী কারণে এই অসুস্থতা তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে। সেই সঙ্গে পুলিশও নিজেদের মতো করে তদন্ত চালাচ্ছে।