পূর্ব বর্ধমান: বিদ্যুৎ নেই! সেই অভিযোগ তুলে বিদ্যুৎ অফিসের নিচে থাকা কিয়স্ক ভাঙচুর চালালো একদল যুবক। গোটা ঘটনায় রীতিমত হতবাক বিদ্যুৎ দফতরের কর্মীরা।
বর্ধমানের নতুনগঞ্জ এলাকার সেক্টর-৪ এর বিদ্যুৎ অফিসের ঘটনা। সেখানে বিদ্যুৎ নেই এই অভিযোগ তুলে পাসিখানা এলাকার একদল যুবক বিদ্যুৎ অফিসে ঢুকতে যায়। তবে যেহেতু রবিবার, ছুটির দিন সেই কারণে অফিস ছিল বন্ধ। মোবাইসল ভ্যানের কর্মীরা ছাড়া সেইভাবে কেউ অফিসে উপস্থিত ছিলেন না।
ঠিক সেই সুযোগকেই কাজে লাগায় ওই যুবকরা। বিদ্যুৎ দফতরের নিচে থাকা কিয়স্ক ভাঙচুর চালায় তারা। এমনটাই অভিযোগ বিদ্যুৎ দফতরের কর্মীদের। জানা গিয়েছে, শুধু ভাঙচুর নয়, পাশাপাশি মারধর করা হয় সেই সময় মোবাইল ভ্যানের ডিউটিতে থাকা পাঁচজন কর্মীকেও। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এই বিষয়ে সেক্টর ৪ এর স্টেশন ম্যানেজার শুভদ্বীপ রায় জানান, ‘ওই এলাকায় একটি ট্রান্সফর্মায় সমস্যা ছিল বলে জানতে পেরেছি। তবে এটা আমাদের জানাছিল না। আমাদের জানালে আমরা ব্যবস্থা নিতে পারতাম।’
এ দিকে, মারধরের পর আহত পাঁচজনকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। যারা বিদ্যুৎ বিভাগে হামলা চালাতে এসেছিল এবং কিয়স্ক ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হবে বলে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জানানো হয়।