BJP Protest: খাটিযায় শোয়ানো কৃষকের ‘মৃতদেহ’, ফুলের বদলে ছড়ানো আলু

Kousik Dutta | Edited By: জয়দীপ দাস

Dec 15, 2023 | 7:48 PM

BJP Protest: পদ্ম শিবিরের একটাই দাবি, কৃষকদের দুরাবস্থার কথা বুঝতে হবে সরকারকে। ক্রমেই আরও জোরালো হচ্ছে ক্ষতিপূরণের দাবি। প্রসঙ্গত, অকাল বৃষ্টিতে আলুর ক্ষতির জেরে সম্প্রতি গোটা বাংলাতেই একের পর এক চাষির মৃত্য়ুর ছবি দেখা গিয়েছে।

BJP Protest: খাটিযায় শোয়ানো কৃষকের ‘মৃতদেহ’, ফুলের বদলে ছড়ানো আলু
অভিনব প্রতিবাদে বিজেপি
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কালনা: অকাল বৃষ্টিতে মাঠেই দফারফা হয়েছে সদ্য বসানো আলুর। পাকা ধানেও পড়েছে মই। জোরালো হয়েছে ক্ষতিপূরণের দাবি। সরব হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীরা। এরইমধ্যে অভিনব প্রতিবাদের রাস্তায় হাঁটল পদ্ম শিবির। খাটিযায় শোয়ানো কৃষকের প্রতীকী মৃতদেহ। দেহে জড়ানো সাদা কাপড়। কিন্তু, খাটিয়ায় ফুলের বদলে ছড়ানো রয়েছে আলু। আলুর চাষিদের করুণ পরিণতির কথা তুলে ধরে এভাবে এদিন কালনায় প্রতিবাদে সামিল হল বিজেপি। 

এদিন কালনা মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা কিষান মোর্চা। রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ, ধান আলু-সহ বিভিন্ন ফসলের ন্যায্য মূল্যের দাবিতে কালনার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, কিষান মোর্চা জেলা সভাপতি বীরেন মল্লিক, সহ দলীয় নেতা কর্মীরা। 

পদ্ম শিবিরের একটাই দাবি, কৃষকদের দুরাবস্থার কথা বুঝতে হবে সরকারকে। ক্রমেই আরও জোরালো হচ্ছে ক্ষতিপূরণের দাবি। প্রসঙ্গত, অকাল বৃষ্টিতে আলুর ক্ষতির জেরে সম্প্রতি গোটা বাংলাতেই একের পর এক চাষির মৃত্য়ুর ছবি দেখা গিয়েছে। অকালে ঝরেছে অনেক প্রাণ। আরামবাগ থেকে পূর্বস্থলী, চন্দ্রকোনা সর্বত্রই একই ছবি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই নিম্নচাপের মেঘে ঢেকেছিল গোটা বাংলার আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। এদিকে শীতের শুরুতে আলু বসানোর রেওয়াজ রয়েছে গোটা বাংলাতেই। সেখানে নভেম্বর গড়িয়ে গেলেও ঠিকঠাক শীত না পড়ায় আলু চাষে শুরু থেকেই ক্ষতির আশঙ্কা করছিলেন চাষিরা। সেখানে গোদের উপর বিষফোঁড়ার মতো আচমকা নামে বৃষ্টি। 

Next Article