মেমারি: ফের শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। এবার পূর্ব বর্ধমানের মেমারিতে। খোদ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুললেন পুরসভারই কাউন্সিলর। মেমারির তৃণমূল কংগ্রেস শাসিত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ্মা ক্ষেত্রপাল চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন। এই বিষয়ে তিনি চেয়ারম্যান স্বপন বিষয়ী, মহকুমা শাসক (দক্ষিণ) কৃষ্ণেন্দু মণ্ডল, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পাশাপাশি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
তাঁর অভিযোগ, তাঁকে ওয়ার্ডের কোনও কাজ করতে দিচ্ছেন না চেয়ারম্যান। ওয়ার্ডের কোনও নর্দমা পরিষ্কার হচ্ছে না, বাড়িঘরের কাজ করতে দিচ্ছেন না বলেও অভিযোগ। চেয়ারম্যান স্বপন বিষয়ী পাল্টা ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলরকে উপেক্ষা করে কাজ চালাচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি বলেই দাবি করেছেন কাউন্সিলর।
সম্প্রতি পুরসভার উদ্যোগে প্রতি ওয়ার্ডে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলছে। পদ্মা ক্ষেত্রপালের দাবি, তাঁর ওয়ার্ডের ক্ষেত্রে তাঁকে বাদ দিয়েই চেয়ারম্যানের গঠিত ওয়ার্ড কমিটির ছেলেরা খেলা চালাচ্ছে। আরও অভিযোগ, চেয়ারম্যান যাঁকে ওয়ার্ডের সভাপতি করেছেন বা কমিটিতে যাঁদের রেখেছেন তাঁরা পুরনির্বাচনে তাঁকে পরাজিত করতে ময়দানে নেমে কাজ করেছিলেন। পিছিয়ে পড়া বর্গের দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় তাঁকে এইভাবে উপেক্ষা করা হচ্ছে বলেও দাবি করেছেন পদ্মা। কাউন্সিলর হুঁশিয়ারি দেন, যদি প্রশাসন বা নেতৃত্ব পদক্ষেপ না করেন তাহলে তিনি কাঠের পুতুল হয়ে থাকবেন না, পদত্যাগ করবেন।
যদিও চেয়ারম্যানের গঠিত ওয়ার্ড কমিটির সভাপতি মহেশ সাহানী জানান, কাউন্সিলরের নির্দেশেই খেলা পরিচালনা করছেন তাঁরা। কেন কাউন্সিলর এসব অভিযোগ করছেন, তা তাঁরা জানেন না।
এই বিষয়ে চেয়ারম্যান স্বপন বিষয়ীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে,তিনি ফোন ধরেননি। এই বিষয়ে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল বলেন, ‘এখানে তৃণমূল কংগ্রেসের কোনও গোষ্ঠীকোন্দল নেই। এটা সম্পূর্ণ পুরসভার ব্যাপার। কী হয়েছে দল সেটা লক্ষ্য রাখছে।’