মঙ্গলকোট: গিয়েছিলেন গবাদি পশুর জন্য ঘাস কাটতে। ঘাস কেটে ফেরার পথে ৩০ টাকা দিয়ে লটারি কেটেছিলেন পেশায় দিনমজুর এক ব্যক্তি। এর কয়েক ঘণ্টার মধ্যেই এক কোটি টাকা জিতলেন তিনি। রোজ দিন সংসার চালাতে যাঁর নাভিশ্বাস ওঠে, তিনিই এখন কোটিপতি। ওই দিন মজুরের নাম ভাস্কর মাঝি। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের খুর্তুবাপুর গ্রামে। রবিবার লটারিতে এক কোটি টাকা জিতেছেন তিনি। এই টাকা জেতার পর স্বাভাবিক ভাবেই প্রচণ্ড খুশি তিনি।
কোটিপতি হওয়ায় খুশির হওয়া দিনমজুরের পরিবারে। মঙ্গলকোটের ভাস্কর মাঝি লটারি জেতার পর তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন এলাকাবাসীরা। লটারিতে পাওয়া টাকা দিয়ে ছেলের জন্য পাকাবাড়ি ও চাষ করার জন্য জমি কিনতে চান বলে জানিয়েছেন ভাস্কর। বাকি টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে চান তিনি।
মা, স্ত্রী, ছেলে-বৌমা নিয়ে দিনমজুর ভাস্কর মাঝির অভাবের সংসার। তাঁদের মাটির বাড়ি। রয়েছে কয়েকটি গবাদি পশু। প্রতিদিনই ভাস্কর গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এদিনও ঘাস কাটতে যাওয়ার সময় নপাড়া মোড়ে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। সেখানেই ৩০ টাকার লটারির টিকিট কাটেন। সেই লটারির টিকিটই তাঁকে কোটিপতি বানিয়ে দিল। এ বিষয়ে তিনি বলেছেন, “৩০ টাকার লটারি কেটেছিলাম। তারা মায়ের ইচ্ছায় আজ ভাগ্য খুলেছে। রোজ আমি টিকিট কাটি না। মাঝে মাঝে কাটি। আজ কেটেছিলাম। আমার ঘর বাড়ি নেই। ছেলের জন্য ঘরবাড়ি করব। কিছু জমি কিনব।”