Burdwan: পাঁচ বছরেই ইনি বাড়ি-গাড়ির মালিক, IC-র ড্রাইভারকে হোটেলের ঘরে যে অবস্থায় পেলেন খোদ বিধায়ক…

Kousik Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 14, 2024 | 3:37 PM

Burdwan: তিনি নিজেকে পূর্বস্থলী থানার 'ডাক মাস্টার' বলেই পরিচয়ও দেন। বালির গাড়ির চালকের দাবি, পূর্বস্থলী থানা এলাকায় ঢোকার আগে গোপাল দাসকে হোয়াটসঅ্যাপে জানাতে হত, কোন নম্বরের লরি যাচ্ছে।

Burdwan: পাঁচ বছরেই ইনি বাড়ি-গাড়ির মালিক, IC-র ড্রাইভারকে হোটেলের ঘরে যে অবস্থায় পেলেন খোদ বিধায়ক...
আইসি-র চালক গোপাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: সাধারণ মানুষ নাকি তাঁর বিরুদ্ধে মুখ খুলতেই ভয় পায়। গত পাঁচ বছরে একাধিক গাড়ির মালিক হয়েছেন তিনি। রয়েছে জায়গা-জমিও। সেখানে উঠছে পাকা বাড়ি। এলাকায় বালির গাড়ি ঢুকলে আগে তাঁকে জানাতে হত। তিনি গোপাল। পেশায় থানার আইসি-র গাড়ির চালক। খবর পেয়ে খোঁজ করতে গিয়ে অবাক খোদ বিধায়ক। হোটেলের ঘরে এক মহিলার সঙ্গে পাওয়া গেল গোপালকে।

পূর্ব বর্ধমানের ঘটনা। পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালক বালির গাড়ি থেকে টাকা তুলছে, সেই খবর পেয়ে গাড়ি চালককে পাকড়াও করলেন তৃণমূলের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তুলে দিলেন পুলিশের হাতে। গাড়ি চালককে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে , রিপোর্ট পাওয়ার পরে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানিয়েছেন, সম্প্রতি কয়েকজন তাঁর কাছে গিয়ে অভিযোগ জানান যে পূর্বস্থলী থানার আইসি-র গাড়ির চালক তোলাবাজিতে যুক্ত। গোপাল দাস নামে ওই গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি একটি হোটেলে বসে টাকা তোলেন। শুধু তাই নয়, ওই হোটেলে মহিলাদের নিয়ে গিয়ে নানা অসামাজিক কাজকর্ম চালান বলেও অভিযোগ ওঠে।

সেই অভিযোগ শোনার পর আজ, বৃহস্পতিবার সকালে পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় পৌঁছে যান ওই হোটেলে। সেখান থেকেই এক মহিলা সহ পুলিশ অফিসারের গাড়ির চালক গোপালকে হাতেনাতে ধরেন তিনি। তপন চট্টোপাধ্যায় বলেন, “আমি গতকাল রাতে শুনেছি। শুনেই আমি দায়িত্ব পালন করেছি।”

কাটোয়া-কালনা রাজ্য সড়ক ধরে যাচ্ছে বালির গাড়ি যায়। সেই গাড়ি থেকেই টাকা তোলা হয় বলে অভিযোগ। বালির গাড়ির চালকের বক্তব্য, পূর্বস্থলী থানার আইসি-র চালক প্রত্যেক বালির গাড়ি থেকে ২০০০ টাকা করে তোলেন। তিনি নিজেকে পূর্বস্থলী থানার ‘ডাক মাস্টার’ বলেই পরিচয়ও দেন। বালির গাড়ির চালকের দাবি, পূর্বস্থলী থানা এলাকায় ঢোকার আগে গোপাল দাসকে হোয়াটসঅ্যাপে জানাতে হত, কোন নম্বরের লরি যাচ্ছে। পূর্বস্থলী থানা আইসির নাম করে, শুধু বালির টাকা তোলা নয়, সরকারি জমি দখল করে বাড়িও বানাচ্ছিলেন বলে অভিযোগ ওই চালকের বিরুদ্ধে।

Next Article