Girl Harassment: ফোন করে ডেকেছিল দাদার ‘বন্ধু’, পরে অন্ধকারের সুযোগে জঘন্য কাজ স্কুল ছাত্রীর সঙ্গে!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 17, 2021 | 7:30 PM

Purba Bardhaman: অভিযুক্ত যুবকের ফোন পেয়ে বাইরে যায় নির্যাতিতা মেয়েটি

Girl Harassment: ফোন করে ডেকেছিল দাদার বন্ধু, পরে অন্ধকারের সুযোগে জঘন্য কাজ স্কুল ছাত্রীর সঙ্গে!
নাবালিকার যৌন হেনস্থা (নিজস্ব ছবি)

Follow Us

পূর্ব বর্ধমান: টোটোয় করে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার এক। পলাতক আর এক অভিযুক্ত।

পূর্ব বর্ধমানের ঘটনা। জানা গিয়েছে, ওই নাবালিকা স্কুলে পড়াশোনা করে। গতকাল সন্ধে নাগাদ তাঁকে ফোন করে ডাকে অভিযুক্ত যুবক। সূত্রের খবর, ওই যুবক নাবালিকার পূর্ব পরিচিত। তাঁর দাদার বন্ধু বলে বাড়িতে আসা-যাওয়া ছিল।

এরপর গতকাল অভিযুক্তর ফোন পেয়ে বাইরে যায় নির্যাতিতা মেয়েটি। অভিযোগ, সেই সময় টোটোয় করে তাঁকে অন্য জায়গায় নিয়ে যায় সে। অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক ও তার আর এক বন্ধু মিলে কুৎসিত কাজটি করে মেয়েটির সঙ্গে।

পরে সেখানেই তারা কিশোরীকে ফেলে রেখে পালায়। হুশ ফিরতে নির্যাতিতা মেয়েটি পথ চলতি এক ব্যক্তিকে এসে জানায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশি তৎপরতায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিকে, ওই যুবক জানিয়েছে, মেয়েটিই ফোন করে তাকে ডাকে। এবং সে নিজেই ফোন নম্বর দেয়। গতকাল নিজেই টোটো করে ওই মাঠের কাছে আসে। সে কিছুই করেনি। এখন তাকে ফাঁসানো হচ্ছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কলকাতায় এক মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগ ওঠে খোদ পুলিশ কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় দু’জন পুলিশকর্মীকে গ্রেফতারও করে কসবা থানা। মধ্যরাতে ওই মহিলার সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে বিধাননগর কমিশনারেটের দুই কর্মীর বিরুদ্ধে। বিধাননগর থানা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ওই তরুণী আসানসোলের বাসিন্দা। আসানসোল থেকে ফিরেছিলেন তিনি। সেই দিন রাতেই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, কলকাতায় এক বন্ধুর বাড়ির যাওয়ার উদ্দেশ্যে সল্টলেক করুণাময়ী বাস-স্ট্যান্ডে রাত ১টা নাগাদ বাস থেকে নেমে দাঁড়িয়েছেন। মোবাইলে ব্যাটারি শেষ হয়ে যাওয়াতে অ্যাপ ক্যাব বুক করতে পারছিলেন না।

সেই সময় সাদা পোশাক পরিহিত দুই পুলিশকর্মী বাইকে এসে দাঁড়ায় ওই মহিলার সামনে। তাঁকে সাহায্য়ের আশ্বাস দেন তাঁরা। প্রতিশ্রুতি দেন ওই তরুণীকে গন্তব্যে পৌঁছে দেবেন। পুলিশের পোশাক দেখে কিছুটা নিশ্চিত হন মহিলা। সুরক্ষিত ভাবে গন্তব্যে পৌঁছাবেন ভাবেন। সেই কারণে বাইকেও উঠে পড়েন তিনি।

বাইপাসের ধারে বাইকে তুলে তাঁর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে পুলিশ পরিচয় দেওয়া ওই দুই যুবকের বিরুদ্ধে। পরে বাইপাসের ধারে একটি কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের কাছে অভিযোগ জানাতে চাইলে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Petrol Diesel Price: অপরাজিত ৪৪! আজও অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম

 

 

Next Article