কালনা: কালনায় ভাগীরথী নদীর পাড়ে বড়সড় ফাটল। ধসে পড়ছে মাটির চাঙর। যত রাত বাড়ছে, বেড়ে চলেছে ফাটল ও ধস, নদী ভাঙন। আতঙ্কে কালনা শহরের ১০ নম্বর ওয়ার্ডের জাপট এলাকার নদী পাড়ের বাসিন্দারা। রাতেই খবর পেয়ে ছুটে আসে কালনা থানার পুলিশ। যান পুর প্রতিনিধিরা, কালনা মহকুমা শাসক।
এলাকাবাসীদের কথায়, সোমবার সকালে জাপট ফেরিঘাট থেকে কিছুটা দূরে নদী পাড়ে সামান্য ফাটল দেখা গিয়েছিল।আচমকাই সন্ধ্যার পর থেকে আনুমানিক এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত গভীর ফাটল দেখা দেয়। সেই সঙ্গে ধসে পড়তে থাকে বড় বড় নদী পাড়ের মাটির চাঙর।
রাত বাড়ার সঙ্গে নদী ভাঙন বেড়ে চলায় ঘুম উড়ছে নদী পাড়ে বসবাসকারী বাসিন্দাদের। স্থানীয় এক বাসিন্দা বলেন, “বুকের ভিতরটা কাঁপছে আমাদের। গ্রামের দিকে এগিয়ে আসছে নদী। যে কোনও সময়েই বড় দুর্ঘটনা ঘটে যাবেই। ” নদী পাড় থেকে সামান্য দূরত্বে রয়েছে বাড়িঘর। যদিও মহকুমা শাসক শুভম আগরওয়াল বলেন, “কয়েক ঘণ্টার মধ্যে বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে। রাতে আমরা এখানে সিভিল ডিফেন্স মোতায়েন করছি। আগামীকাল সকাল থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট এসে কাজ শুরু করবে।অন্য দিকে এই বিপর্যয় ঠেকাতে কালনা পুর সভা ব্যবস্থা নেবে।”