Kalna Dengue: বাড়িতে ওষুধ খেয়ে জ্বরের চিকিৎসা করিয়ে মৃত ২, কালনায় ভয় ধরাচ্ছে ডেঙ্গি

Kalna Dengue: স্বাস্থ্য দফতর ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বর হলেই হাসপাতালে ভর্তি করাতে হবে রোগীকে। জ্বরের চিকিৎসা শুরু করার পাশাপাশি রক্তের ডেঙ্গি ও ম্যালেরিয়া পরীক্ষাও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Kalna Dengue: বাড়িতে ওষুধ খেয়ে জ্বরের চিকিৎসা করিয়ে মৃত ২, কালনায় ভয় ধরাচ্ছে ডেঙ্গি
ডেঙ্গি উদ্বেগ বাংলায়। Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 23, 2023 | 1:26 PM

কালনা: কালনায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একসঙ্গে ১৯ জন আক্রান্ত রোগী। এ বছর এখনও পর্যন্ত হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪৪। বাড়িতেই চিকিৎসক দেখিয়ে জ্বরের ওষুধ খাচ্ছিলেন দুই যুবক। কালনা পৌরসভায় দু’জন যুবকের মৃত্যু হয়েছে। একারণেই স্বাস্থ্য দফতর ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বর হলেই হাসপাতালে ভর্তি করাতে হবে রোগীকে। জ্বরের চিকিৎসা শুরু করার পাশাপাশি রক্তের ডেঙ্গি ও ম্যালেরিয়া পরীক্ষাও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার চিকিৎসক চন্দ্রশেখর মাইতি শুক্রবার বলেন, “১৯ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি আছেন হাসপাতালে। এই মরশুমের এটাই সর্বোচ্চ।” তিনি আরও বলেন, “এই মরশুমে আমার হাসপাতালে মোট ৩৪৪ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়ে চিকিৎসা করিয়েছেন। জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৯০ জন।”

তিনি আশঙ্কা করছেন, এখন ডেঙ্গির অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে। তাই ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যাও আরও বাড়তে পারে। তিনি পরামর্শ দিয়েছেন, জ্বর হলেই হাসপাতালে ভর্তি হওয়ার। তবে সম্ভব না হলে বাড়িতে জ্বরের চিকিৎসার পাশাপাশি সঙ্গে ম্যালেরিয়া ও ডেঙ্গির পরীক্ষাটাও করে নিতে হবে।