Kalna: ‘উই ওয়ান্ট স্যালারি’, এবারে সুর চড়ালেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা
Kalna: এর আগেও এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠলেও, কীভাবে তারা ফের টেন্ডার পেল, তা প্রশ্ন তুলেছেন কর্মীরা। অস্থায়ী কর্মীদের একাংশের অভিযোগ, এর পেছনে রয়েছে বড় প্রভাবশালীর হাত।
কালনা: ‘উই ওয়ান্ট স্যালারি’ স্লোগানে হাসপাতালে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। আজকের মধ্যেই স্যালারি না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন কর্মীরা। প্রায় দু মাস হতে চললেও বেতন হয়নি কালনা মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীদের। ক্ষোভ কালনা মহকুমা হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন হাসপাতালের অস্থায়ী কর্মীদের একাংশ। বেতন না হলে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কাজ তাঁরা বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, অল সার্ভিস গ্লোবাল নামে একটি সংস্থার সঙ্গে হাসপাতালের চুক্তি রয়েছে, জুলাই মাসের মাইনে এখনও পর্যন্ত পাননি তাঁরা। এই প্রথম নয়, গত কয়েক মাস ধরে এইরকম ভাবে বেতন দিতে টালবাহানা করে বলে অভিযোগ।
এর আগেও এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠলেও, কীভাবে তারা ফের টেন্ডার পেল, তা প্রশ্ন তুলেছেন কর্মীরা। অস্থায়ী কর্মীদের একাংশের অভিযোগ, এর পেছনে রয়েছে বড় প্রভাবশালীর হাত। একই সঙ্গে কোম্পানির সুপারভাইজারের বিরুদ্ধে রয়েছে একাধিক ক্ষোভ কর্মীদের।
এ প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস বলেন, “নতুন টেন্ডার পাওয়ার জন্য একটু সমস্যা হয়েছে। খুব শীঘ্র তা মিটে যাবে।” এরপর বেলা ১. ৩০ নাগাদ কালনা মহকুমা শাসকের দফতর ও একটি স্মারকলিপি দেন কালনা হাসপাতালের অস্থায়ী কর্মীরা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)