Katwa: স্কুলে সাপের কামড়ে ছাত্র মৃত্যুর অভিযোগ, প্রধান শিক্ষকের জামিন না-মঞ্জুর

Katwa: শুক্রবার শুনানিতে বিচারক তদন্তকারী আধিকারিকের উদ্দেশ্যে বলেন, "ছাত্র মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক ছাড়াও স্কুল পরিচালন সমিতির সদস্যদের দায় কতটা ছিল, সে বিষয়টা খতিয়ে দেখতে হবে।"

Katwa: স্কুলে সাপের কামড়ে ছাত্র মৃত্যুর অভিযোগ, প্রধান শিক্ষকের জামিন না-মঞ্জুর
প্রধান শিক্ষকImage Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2024 | 7:57 PM

 কাটোয়া: স্কুলে সাপের কামড়ে ছাত্র মৃত্যুর অভিযোগ। ঘটনায় ধৃত প্রধান শিক্ষক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়কে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কাটোয়া মহকুমা আদালত। শুক্রবার শুনানিতে বিচারক তদন্তকারী আধিকারিকের উদ্দেশ্যে বলেন, “ছাত্র মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক ছাড়াও স্কুল পরিচালন সমিতির সদস্যদের দায় কতটা ছিল, সে বিষয়টা খতিয়ে দেখতে হবে।”

মৃত ছাত্র ইন্দ্রজিতের বাবার অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানার পুলিশ প্রধান শিক্ষক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। এদিন দুপুরে কাটোয়া থানার পুলিশ প্রধান শিক্ষককে ৭৫ জুভেনাইল জাস্টিস আইনে কাটোয়া আদালতে পেশ করলে, বিচারক তাঁর জামিন নাকচ করে ৮ অক্টোবর হাজির করানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার কাটোয়া থানার কোসিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনের পঞ্চম শ্রেণির ছাত্রের ইন্দ্রজিৎ মাঝির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, স্কুল চত্বরেই তাকে সাপে কামড়েছিল। ঘটনার কথা সে এক শিক্ষককেও জানায়। কিন্তু, ওই শিক্ষক এক অশিক্ষক কর্মচারিকে দেখতে বলেন। তিনি ক্ষত স্থানে ডেটল লাগিয়ে ছেড়ে দেন। কিন্তু, ততক্ষণে নিস্তেজ হতে শুরু করে ইন্দ্রজিৎ। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বিকালে টিউশনও পড়তে যায়। সেখানে অচৈতন্য হয়ে পড়ে। তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই খবরটিও পড়ুন

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্তর গাফিলতির অভিযোগ তোলে পরিবার। বৃহস্পতিবার স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। এরপর বিকালে স্কুলের প্রধান শিক্ষক  পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ১০৬(১)/১২৫(বি) বি এন এস এবং ৭৫ জুভেনাইল জাস্টিস (২০১৫)  ধারা যোগ করা হয়েছে।