Purbo Bardhaman School: আজব অভিযোগ! গেটের চাবির দায়িত্বই নিতে চান না শিক্ষিকা, পড়ুয়ারা চলে এলেও দীর্ঘক্ষণ পর খুলল স্কুল

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 31, 2023 | 11:47 AM

Purbo Bardhaman School: প্রত্যেকেই তাঁরা নিজেদের দায়িত্ব পালন করেন। কিন্তু শিক্ষিকা রুমা গড়াই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। মঙ্গলবার রুমা গড়াই ও শুভ্রা রানার চাবি নিয়ে যাওয়ার কথা ছিল।

Purbo Bardhaman School: আজব অভিযোগ! গেটের চাবির দায়িত্বই নিতে চান না শিক্ষিকা, পড়ুয়ারা চলে এলেও দীর্ঘক্ষণ পর খুলল স্কুল
স্কুলে বিক্ষোভ

Follow Us

পূর্ব বর্ধমান: পড়ুয়ারা ঠিক সময়ে উপস্থিত হলেও স্কুলের গেটে তালা। স্কুলের গেটের চাবি যাঁর কাছে থাকার কথা, সেই শিক্ষিকাই আসেননি। এমনকি চাবিও নিয়ে যাননি। ফলে স্কুল খুলতেই দেরি। গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বুধবার বর্ধমানের বিজয়রামের শম্ভুচরণ গুহ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুন্তল হক জানান, প্রতিদিনই স্কুলের দু’জন করে শিক্ষিকাকে স্কুল খোলা ও মিডডে মিলের দায়িত্ব দেওয়া রয়েছে। প্রত্যেকেই তাঁরা নিজেদের দায়িত্ব পালন করেন। কিন্তু শিক্ষিকা রুমা গড়াই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। মঙ্গলবার রুমা গড়াই ও শুভ্রা রানার চাবি নিয়ে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার স্কুলে গিয়ে জানা যায়, রুমা গড়াই চাবি নিয়ে যান নি। ফলে স্কুলের গেট খুলতে দেরি হয়।

আর শুভ্রা রানা গত দেড় মাস ধরে স্কুলেই আসছেন না। এই নিয়ে ডিআই, এসআই সব জায়গাতেই জানানো হয়েছে। অভিভাবক জীবন্নেশা খাতুন বলেন, “রুমা গড়াই ঠিক মত ক্লাস করেন না। মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। ওই রকম দিদিমণি আমরা চাই না।”

এদিকে, অভিভাবকরা স্কুলে জমায়েত হলে শিক্ষিকা রুমা গড়াই স্কুল থেকে বেরিয়ে যান। পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “মারমুখী বাসিন্দাদের ভয়ে আমি পালিয়ে যাই। তবে ক্লাস আমি ঠিক মতোই করাই। ক্লাসে মোবাইল নিয়ে যাই না।” যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “রুমা গড়াই স্কুল দেরিতে এলেও আধ ঘণ্টা আগে সই করেন খাতায়। এই নিয়ে স্কুলে অনেকবার অশান্তি হয়েছে।” স্কুলের এই শিক্ষিকাকে নিয়ে অস্বস্তিতে কর্তৃপক্ষ।

Next Article