Job Card Holder: কালনা মহকুমার একাধিক জব কার্ড হোল্ডারের হাতে টাকা তুলে দিল তৃণমূল নেতৃত্ব

মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় থাকা ২৬ জন গরিব শ্রমিকের হাতে তাঁদের কাজের বকেয়া টাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। শুধু তাই নয়, অভিষেকের লেখা একটি করে চিঠিও তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্বস্থলী এলাকায় কয়েকটি পরিবারের বাড়ি পৌঁছে টাকা তুলে দেওয়া হয়।

Job Card Holder: কালনা মহকুমার একাধিক জব কার্ড হোল্ডারের হাতে টাকা তুলে দিল তৃণমূল নেতৃত্ব
টাকা তুলে দেওয়া হচ্ছে জব কার্ড হোল্ডারদের হাতেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 9:20 AM

কালনা: ১০০ দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা আদায়ের জন্য আন্দোলন করতে দিল্লিতে গিয়েছিলেন এ রাজ্যের অনেক জব কার্ড হোল্ডার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিল সেই অভিযান। সেখানে অভিষেক জানিয়েছিলেন, ২ মাসের মধ্যে কেন্দ্র টাকা না দিলে যাঁরা তাঁর সঙ্গে আন্দোলন করতে রাজধানীতে ছুটে এসেছেন। তাঁদের ব্যক্তিগত ভাবে এই বকেয়া টাকা দেবেন। সেই মতো বিভিন্ন জেলার জব কার্ড হোল্ডারদের টাকা দিচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার কালনা মহকুমার মন্তেশ্বর ও পূর্বস্থলী এলাকায় বেশ কিছু জবকার্ড হোল্ডারদের হাতে টাকা তুলে দেওয়া হল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁদের বাড়িতে গিয়ে এই টাকা তুলে দেন। তা পেয়ে খুশি জব কার্ড হোল্ডাররা।

মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় থাকা ২৬ জন গরিব শ্রমিকের হাতে তাঁদের কাজের বকেয়া টাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। শুধু তাই নয়, অভিষেকের লেখা একটি করে চিঠিও তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্বস্থলী এলাকায় কয়েকটি পরিবারের বাড়ি পৌঁছে টাকা তুলে দেওয়া হয়।

এ বিষয়ে অরবিন্দ প্রামাণিক নামের এক শ্রমিক বলেছেন, “স্থানীয় পঞ্চায়েত প্রধান ম্যাডাম এসেছিল। আমরা ১০০ দিনের কাজ করেছিলাম। সেই টাকা আদায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা দিল্লি গিয়েছিলাম। উনি টাকা আদায় করবেন বলেছিলেন। সেই টাকা পেলাম। খুব ভালো লাগছে।” এ বিষয়ে মন্তেশ্বর তৃণমূল ব্লক সভাপতি আহম্মেদ হোসেন শেখ বলেছেন, “এই গ্রামের অনেক জব কার্ড হোল্ডার দিল্লিতে গিয়েছিলেন। তাঁদের বাড়িতে গিয়ে টাকা তুলে দিলাম। আমাদের সাংসদ দিল্লিতে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন। সেই কথা রাখলেন তিনি।”

তবে অভিষেকের প্রতিশ্রুতি মতো জব কার্ড হোল্ডারদের দেওয়া টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এ নিয়ে বুধবার জল্পনার অবসান ঘটিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর দলের সাংসদ-বিধায়করা এই টাকা দিয়েছেন। সেই টাকায় জব কার্ড হোল্ডারদের বাড়িতে পৌঁছে দিয়ে আসছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।