Madhyamik: ইতিহাসের বই বন্ধ করতেই পা জ্বালা করে ওঠে, শরীর হতে থাকে নীল! মনের জোরে দৃষ্টান্ত এই মাধ্যমিক পরীক্ষার্থী

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 05, 2024 | 2:14 PM

Bhatar: সোমবার তার ইতিহাস পরীক্ষা। রবিবার গভীর রাতে বাড়িতে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে অর্জুন। কিছুক্ষণ পরেই তাঁর  বাঁ-পায়ে জ্বালা শুরু হয়। পরিবারের সদস্যরা পা দেখে কামড়ের দাগ দেখে বুঝতে পারেন, সাপে কামড়েছে।

Madhyamik: ইতিহাসের বই বন্ধ করতেই পা জ্বালা করে ওঠে, শরীর হতে থাকে নীল! মনের জোরে দৃষ্টান্ত এই মাধ্যমিক পরীক্ষার্থী
ভাতারে সাপের কামড় খেয়ে হাসপাতালে ছাত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: খাবার খাওয়ার পরও গভীর রাত পর্যন্ত পড়েছিল। তারপর ভোর রাতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ পায়ে ভীষণ জ্বালা শুরু করে। যখন চোখ খোলে, দেখে ঘরের দরজার ফাঁক করে চলে যাচ্ছে সাপ! শুধু লেজটুকুই দেখতে পেয়েছিল সে। তড়িঘড়ি বাড়ির লোক তাকে নিয়ে যায় হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। রাত পেরিয়ে ভোর হয়। জ্ঞান ফেরে ছাত্রের। এরপর বায়না জুড়ে দেয় পরীক্ষা দেওয়ার। তাতে সম্মতি দেন চিকিৎসকরাও।  সাপের কামড় খাওয়ার পরও হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী। প্রবল মনোবলের পরিচয় দিল ভাতার বয়েজ স্কুলের ছাত্র অর্জুন মাঝি।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে,  ভাতারের বালসিডাঙা এলাকার বাসিন্দা ভাতার বয়েজ স্কুলের ছাত্র অর্জুন মাঝি এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার তার ইতিহাস পরীক্ষা। রবিবার গভীর রাতে বাড়িতে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে অর্জুন। কিছুক্ষণ পরেই তাঁর  বাঁ-পায়ে জ্বালা শুরু হয়। পরিবারের সদস্যরা পা দেখে কামড়ের দাগ দেখে বুঝতে পারেন, সাপে কামড়েছে।

তড়িঘড়ি ছাত্রকে নিয়ে যাওয়া হয় ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে পরীক্ষা দেওয়ার কথা জানালে স্কুলের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। হাসপাতালের বেডেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। হাসপাতালেই ইতিহাস পরীক্ষা দেয়। ছাত্রের বাবা উৎপল মাঝি বলেন, “সাপে কামড়ালে তো অনেক লোকই মরে যায় হাফ, টেনশনেই। কিন্তু আমার ছেলেটা নার্ভাস হয়নি। চিকিৎসা হয়. তারপর পরীক্ষা দিতে চায় সে। পরীক্ষা ভালই দিয়েছে।”

পরীক্ষার গার্ড বলেন, “চিকিৎসকরা অনুমান করছেন সাপেরই কামড়। তবে ও এখন অনেকটাই ভাল রয়েছে। পরীক্ষা দিয়েছে ভালভাবেই। “

Next Article