Purba Bardhaman: লোগো জাল করে ওয়াটার ফিল্টারের নকল যন্ত্রাংশ বিক্রি, গ্রেফতার দোকানের মালিক

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 09, 2022 | 5:15 PM

Purba Bardhaman: অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে লক্ষ্মণ প্রসাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলার দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

Purba Bardhaman: লোগো জাল করে ওয়াটার ফিল্টারের নকল যন্ত্রাংশ বিক্রি, গ্রেফতার দোকানের মালিক
পাওয়া গিয়েছে প্রচুর নকল যন্ত্রাংশ

Follow Us

বর্ধমান : বাড়িতে ওয়াটার ফিল্টার ব্যবহার করেন? সেই জল নিশ্চিন্তে ব্যবহারও করছেন নিশ্চয়ই। কিন্তু জানেন কি আপনার সেই ওয়াটার ফিল্টারে যে যন্ত্রাংশ ব্যবহার করছেন আসল না নকল? পূর্ব বর্ধমানের এক ঘটনায় এই প্রশ্নই উঠতে শুরু করেছে। এক বহুজাতিক সংস্থার ওয়াটার ফিল্টারের লোগো লাগিয়ে নকল যন্ত্রাংশ বিক্রি করা হচ্ছিল। দেখে সহজে বোঝার উপায় নেই, যে ওই যন্ত্রাংশ নকল। হুবহু একই ধরনের দেখতে সংস্থার লোগো। এই নিয়ে অভিযোগ এসেছিল পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে লক্ষ্মণ প্রসাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলার দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির থেকে প্রচুর পরিমাণে নকল লোগো লাগানো যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বর্ধমান শহরের বড়বাজার এলাকায় একটি দোকানে হানা দেন স্থানীয় থানার পুলিশ এবং দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। সঙ্গে ছিলেন ওই বহুজাতিক সংস্থার আধিকারিকরাও। অভিযান চালিয়ে লক্ষ্মণ প্রসাদ নামে এই ব্যক্তির দোকান থেকে প্রচুর পরিমাণে নকল যন্ত্রাংশ পাওয়া যায়। লোগো জাল করে নকল যন্ত্রাংশ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই দোকানের মালিককে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭২, ১২০ বি এবং ৪২০ ধারায় মামলা করা হয়েছে। এছাড়া কপিরাইন আইন অনুযায়ী ৬৩ এবং ৬৫ নম্বর ধারাতেও মামলা করা হয়েছে ধৃতের বিরুদ্ধে।

ওই বহুজাতিক ওয়াটার ফিল্টার সংস্থার এক আধিকারিক সৈয়দ মইনউদ্দিন জানিয়েছেন, “আমাদের কাছে খবর ছিল। বর্ধমান শহরে আমাদের যে গ্রাহকরা আছেন, সেখানে সার্ভিসের কাজের সময় নকল যন্ত্রাংশ লাগিয়ে দিতে আসত এরা। অনেকদিন ধরেই এই অভিযোগ আসছিল আমাদের কাছে। আজ আমরা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে বিষয়টি নিয়ে অভিযোগ জানাই। এরা খুব কম দামে নকল যন্ত্রাংশ জোগাড় করত। তারপর কোম্পানির দামে এগুলিকে বিক্রি করত। আমাদের কাছে দুই-তিন আগে থেকেই খবর আসে বিষয়টি নিয়ে।”

Next Article