Purbasthali Electrocution: বর্ষা শুরু হতেই আবার মরণফাঁদ? বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল যুবক

Kousik Dutta | Edited By: Soumya Saha

Jul 03, 2023 | 10:00 PM

Electrocution: আজ দুপুরে রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় এক হাইমাস্ট বাতিস্তম্ভে কোনওভাবে স্পর্শ হয়ে গিয়েছিল সুশীলের। আর তাতেই ঘটে যায় এই অঘটন। অনেক চেষ্টা করার পরও শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি তাঁকে।

Purbasthali Electrocution: বর্ষা শুরু হতেই আবার মরণফাঁদ? বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল যুবক
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু (প্রতীকী ছবি)
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

পূর্বস্থলি: বর্ষা ঢুকে গিয়েছে বাংলায়। রাজ্যের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। আর এরই মধ্যে ফের অঘটন। বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। পূর্বস্থলি-১ ব্লকের হাটসিমলা এলাকায় কাটোয়া-কালনা সড়কের উপর ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম সুশীল বসাক। বয়স বছর পঁয়ত্রিশ। হাটসিমলা গ্রামেরই বাসিন্দা। আজ দুপুরে রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় এক হাইমাস্ট বাতিস্তম্ভে কোনওভাবে স্পর্শ হয়ে গিয়েছিল সুশীলের। আর তাতেই ঘটে যায় এই অঘটন। অনেক চেষ্টা করার পরও শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি তাঁকে।

পথচলতি মানুষজনই প্রথম বিষয়টি দেখতে পান। সুশীল তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাতিস্তম্ভের সঙ্গে সেঁটে ছটফট করছিল। সেই দৃশ্য দেখে পথচলতি এক যুবক রাস্তার ধার থেকে একটা শুকনো বাঁশ তুলে আনে। সেই বাঁশ দিয়ে সুশীলকে হাই মাস্ট বাতিস্তম্ভের থেকে আলাদা করার চেষ্টা করা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টার পর শেষে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপর সুশীলকে বাতিস্তম্ভ থেকে আলাদা করাও সম্ভব হয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সুশীল তখন একেবারে নিস্তেজ। প্রাণের স্পন্দন রয়েছে কি না বোঝা যাচ্ছিল না। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডাকা হয়। নিয়ে যাওয়া হয় নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে সোমবারের এই ঘটনার পর এলাকায় শোরগোল পড়ে যায়। গত কয়েকদিন ধরেই কম বেশি বৃষ্টি হয়েছে ওই চত্বরে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বর্ষার মধ্যে বাতিস্তম্ভে শর্ট সার্কিট হয়ে এই অঘটন ঘটে থাকতে পারে। আর এই নিয়েই কিছুটা আতঙ্কিত এলাকাবাসীরাও। বর্ষার মরশুম শুরু হতেই কি আবার মরণফাঁদ হয়ে উঠছে বাতিস্তম্ভগুলি? এমন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু বিভিন্ন মহলে। এদিকে হঠাৎ করে এমন তরতাজা এক ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হাটসিমলায় সুশীলের বাড়িতে।

Next Article