Bardhaman: বাড়িতে না বলেই কলকাতা থেকে সোজা বর্ধমান, যুবতীর সঙ্গে ভয়াবহ ঘটনা
Purba Bardhaman: জানা যাচ্ছে নির্যাতিতার বাড়ি কলকাতায়। শনিবার দুপুরে আঠারো বছর বয়সী ওই তরুণী বাড়িতে কিছু না জানিয়েই বর্ধমান স্টেশনে আসেন। সেখানে পরিচিত এক যুবকের সঙ্গে মেমারিতে তাঁর আত্মীয়র বাড়িতে যায়। অভিযোগ, তরুণীকে সেখানেই অভিযুক্ত যুবক ধর্ষণ করে।
বর্ধমান: বাড়িতে কিছু না জানিয়েই চলে এসেছিলেন বর্ধমান স্টেশনে। সেখান থেকে এক পরিচিত যুবকের সঙ্গে যেতেই বিপত্তি। অভিযোগ, ওই যুবক ধর্ষণ করে তরুণীকে। ঘটনায় অভিযোগ দায়ের হতেই গ্রেফতার যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।
জানা যাচ্ছে নির্যাতিতার বাড়ি কলকাতায়। শনিবার দুপুরে আঠারো বছর বয়সী ওই তরুণী বাড়িতে কিছু না জানিয়েই বর্ধমান স্টেশনে আসেন। সেখানে পরিচিত এক যুবকের সঙ্গে মেমারিতে তাঁর আত্মীয়র বাড়িতে যায়। অভিযোগ, তরুণীকে সেখানেই অভিযুক্ত যুবক ধর্ষণ করে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার হন তিনি। অভিযুক্ত যুবককে বর্ধমান আদালতে তোলা হলে আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
প্রসঙ্গত, তিলোত্তমার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। পথে সাধারণ নাগরিক থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতিতে চলে গিয়েছেন তাঁরা। নারী নিরাপত্তার জন্য চলছে দিকে-দিকে মিছিল। কিন্তু তার মধ্যেও ঘটে চলেছে ধর্ষণ-শ্লীলতাহানির মতো একাধিক ঘটনা। সাধারণ মহিলা তো বটেই এমনকী ছাড় পাননি মহিলা আইনজীবীও। সেই সকল বিতর্কের মধ্যে আরও একবার নারী হেনস্থার ঘটনা প্রকাশ্যে এল বর্ধমান থেকে।