পূর্বস্থলী: স্কুলে (School) অঙ্কের ক্লাস নিচ্ছে ক্লার্ক। বিজ্ঞানের কোনও শিক্ষিকা নেই স্কুলে। ২৪ জন শিক্ষিকার বদলে এখন স্কুলে শিক্ষিকার সংখ্যা দাঁড়িয়েছে ৭। স্কুলের এই দুরবস্থার কথা বারবার জানিও কোনও লাভ হয়নি বলে দাবি প্রধান শিক্ষিকার। এমনকী তাঁর দাবি মেডিক্যাল গ্রাউন্ডে যাঁরা বদলি হয়েছেন শিক্ষা দফতর যদি ভাল করে তাদের খোঁজ নিলে হয়তো এই বদলি হত না। তবে এই ব্যাপারে জেলা শিক্ষা দফতর মুখে কুলুপ এটেছে।
যদিও, এলাকার তৃণমূল বিধায়কের বক্তব্য, প্রধান শিক্ষিকা তো চিকিৎসক নয়, শিক্ষা দফতর নিজস্ব নিয়ম অনুযায়ী বদলি করেছে। ওই শিক্ষিকা রাজনীতি করছে।অন্যদিকে বিজেপির বক্তব্য প্রধান শিক্ষিকা রাজনীতি করছে না। রাজনীতি করছে তৃণমূল বিধায়ক, কারণ খোঁজ নিলে দেখা যাবে এই বদলির পেছনে অর্থের লেনদেন হয়েছে। তাই হয়তো বিধায়ক ভয় পেয়ে প্রধান শিক্ষিকার ঘাড়ে দোষ চাপাচ্ছে।
পূর্বস্থলী দু’নম্বর ব্লকের একমাত্র গার্লস হাই স্কুল সাবিত্রী বালিকা বিদ্যালয়। বিদ্যালয় এর ছাত্রীসংখ্যা ৮৮৩। শিক্ষিকার সংখ্যা ছিল ২৪ জন, ছিল দুজন ক্লার্ক ও দুজন গ্রুপ ডি কর্মী। তবে উষশ্রী ও মেডিক্যাল গ্রাউন্ডে এক-এক করে বদলি হতে শুরু করে এই স্কুলের শিক্ষিকারা। এখন স্কুলে প্রধান শিক্ষিকাকে নিয়ে সাত জন শিক্ষিকা, আর একজন ক্লার্ক। স্কুলে নেই কোন গ্রুপ ডি কর্মী বা ঝাড়ুদার।
আর এই নেই-নেই দিয়েই চলছে আস্ত একটা বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুলে ছাত্রীরা আসে তবে হয় না কোনও ক্লাস। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসে নেই কোন সায়েন্সের টিচার।অঙ্ক ক্লাস নেয় স্কুলেরই একমাত্র ক্লার্ক। ইলেভেন টুয়েলভ এর ছাত্রীদের জন্য রয়েছে শুধুমাত্র পল সায়েন্স ও সংস্কৃতি শিক্ষিকা।