Purbo Burdwan: শেড নির্মাণকে কেন্দ্র করে শাসকদলের দু’পক্ষের সংঘর্ষ

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 27, 2024 | 5:42 PM

Purbo Burdwan: ভাতারের বলগোনা বাজারে নির্মীয়মান শেডকে ঘিরে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা । ভাতারের বিধায়ক বিরোধী গোষ্ঠী তথা ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি নুর আলম, নিত্যানন্দপুর অঞ্চলের প্রাক্তন যুব সভাপতি হাফিজ মণ্ডল।

Purbo Burdwan: শেড নির্মাণকে কেন্দ্র করে শাসকদলের দুপক্ষের সংঘর্ষ
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব বর্ধমান: পঞ্চায়েতের শেড নির্মাণকে কেন্দ্র করে শাসকদলের দু’পক্ষের চরম বিবাদ। হাতাহাতি এবং মারামারিতে জড়িয়ে পড়েন দু’পক্ষের নেতারা। পূর্ব বর্ধমানের বলগোনার ঘটনা। জানা গিয়েছে, একটি শেড তৈরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ায়।

ভাতারের বলগোনা বাজারে নির্মীয়মান শেডকে ঘিরে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা । ভাতারের বিধায়ক বিরোধী গোষ্ঠী তথা ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি নুর আলম, নিত্যানন্দপুর অঞ্চলের প্রাক্তন যুব সভাপতি হাফিজ মণ্ডল। নুর আলমের দাবি, অনুমতি না নিয়ে প্রশাসনের ক্ষমতা দেখিয়ে নয়ানজুলির ওপর  এই শেড তৈরি করছিলেন উপপ্রধান । যেখানে শেড তৈরি করা হচ্ছিল সেখানে এলাকার গরিব শ্রমিকেরা দোকান করে দিনযাপন করছিলেন। এরফলে যেমন এক শ্রেণির মানুষের পেটে লাথি মারা হচ্ছে বলে অভিযোগ।

আর এক অভিযোগকারী হাফিজ মণ্ডলের দাবি, এই শেডের জন্য এলাকার জল নিকাশির ক্ষতি হবে। দলের নাম করে এখানে গা- জোয়ারি চলছে।

যদিও অভিযোগকারীদের দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে উপপ্রধান জুলফিকার আলি জানান, নির্দিষ্ট নিয়ম মেনে এই শেড তৈরি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে এই শেড তৈরির ফলে এলাকার সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন ।তিনি রীতিমতো রাগের প্রকাশ দেখিয়ে জানান, যা করেছি নিয়ম মেনেই করেছি।কারও পৈতৃক সম্পত্তির উপর কিছু করা হচ্ছে না। শুক্রবার সকালে এই বিবাদ আরও চরমে ওঠে। দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একাধিক জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন এবং নির্মীয়মান কাজ বন্ধ রাখা হয় ।

Next Article
কয়েক মিনিটেই সব শেষ! বর্ধমানে আগুনে পুড়ে মরে গেল প্রায় ৫ হাজার মুরগি
Purbo Burdwan: হিমঘরের মালিক আলু বেচে দিয়েছেন, বিক্ষোভ চাষিদের