Purbo Burdwan: আইবুড়ো ভাত খাওয়ালেন দাপুটে তৃণমূল নেত্রী, পায়ে হাত দিয়ে প্রণাম করে বিতর্কে বিডিও

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 04, 2024 | 5:14 PM

Purbo Burdwan: ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি গুপ্ত বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ান। উপস্থিত ছিলেন এলাকার দাপুটে নেতা যুব সভাপতি মানস ভট্টাচার্য। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাকলি বিডিও রজনীশ কুমার যাদবকে চন্দনের ফোঁটা দিয়ে, ধান দুর্বা মাথায় ছুঁয়ে আর্শীবাদও করেন।

Purbo Burdwan: আইবুড়ো ভাত খাওয়ালেন দাপুটে তৃণমূল নেত্রী, পায়ে হাত দিয়ে প্রণাম করে বিতর্কে বিডিও
বিডিও-কে আইবুড়ো ভাত খাওয়ালেন তৃণমূল নেতা
Image Credit source: TV9 Bangla

Follow Us

 পূর্ব বর্ধমান: সামনেই বিয়ে। ‘বিডিও সাহেব’কে আইবুড়ো ভাত খাওয়ালেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। পা ছুঁয়ে   বিডিও আশীর্বাদ নিলেন নেত্রীর। তাঁর সঙ্গে ছিলেন আর এক তরুণ নেতাও। পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব। তরুণ এই সরকারি আধিকারিক শীঘ্র বাঁধা পড়বেন সাত পাকের বন্ধনে। তাই তড়িঘড়ি অফিস শেষে তার জন্য আয়োজন করা হয় এলাহি ভোজের। ফুল মালা চন্দনে তাঁকে বরণ করা হয়।  ছিল শঙ্খধ্বনিও। এই ছিব নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমালোচনা করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি গুপ্ত বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ান। উপস্থিত ছিলেন এলাকার দাপুটে নেতা যুব সভাপতি মানস ভট্টাচার্য। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাকলি বিডিও রজনীশ কুমার যাদবকে চন্দনের ফোঁটা দিয়ে, ধান দুর্বা মাথায় ছুঁয়ে আর্শীবাদও করেন। বিডিওকে রীতিমত কাকলির পায়ে হাত প্রণাম করতেও দেখা যায় ভিডিয়োতে।

বছর তিনেক আগে ২০২১ সালের ১৭ জুন পূর্ব বর্ধমানের গুসকরায় কোভিড কালে কৃষি মাণ্ডিতে একটি অনুষ্ঠানে আউশগ্রামের তৎকালীন বিডিও অরিন্দম মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে। সেই নিয়ে তখন কম জলঘোলা হয় নি।

তবে এখানেও সমষ্টি উন্নয়ন আধিকারিক রজনীশ কুমার যাদবকে সেভাবে ইতঃস্তত হতে দেখা যায়নি। তিনি মেনুর বিবরণও দিয়েছেন। ভাত, ডাল, মাছের মাথা দিয়ে বাঙালি থালিতে নানা ব্যঞ্জন। তবে বিডিও-র সাফ বক্তব্য ,তাঁর অফিসে নয় সমিতির পাশের ঘরে এই অনুষ্ঠান হয়। আর কাকলি ‘মায়ের বয়সী’ বলেই পায়ে হাত প্রণাম করেছেন বলে জানান তিনি।

এদিকে এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে একটি পোস্ট ও কিছু ছবি ছড়িয়েছে। ভিডিয়ো-র নীচে অনেক কমেন্টও পড়েছে। সেখানে বিডিও-কে ভিডিয়ো বলেও উল্লেখ করতে দেখা গিয়েছে।  রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

Next Article